Wednesday, November 12, 2025

গরু পাচারকারীদের শাস্তি পেতেই হবে: শহরে এসে বার্তা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

Date:

গরু পাচারের অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। আর এই ঘটনায় বাড়তি অক্সিজেন পেয়েছে রাজ্যের বিরোধ হিসেবে। এখানে পরিস্থিতির মাঝে বুধবার শহরে এসে বিরোধীদের আরো খানিক অক্সিজেন যোগালেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, গরু পাচারের সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে।

বুধবার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপস্থিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “যারা গরু পাচারের সঙ্গে যুক্ত তাদের শাস্তি পেতেই হবে। সংবাদমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ জেনে গিয়েছে কারা বেআইনি কাজের সঙ্গে যুক্ত। কোথাও টাকার পাহাড় দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কোথাও মানুষ নানান ধরনের অপরাধে যুক্ত রয়েছে সরাসরি। কারা এই কাজ করছে সবাই জেনে গিয়েছে। তারা এখন ব্যথা অনুভব করছে।” পাশাপাশি তিনি আরও যোগ করেন, “এই রাজ্যের বিরোধী দল হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।”

ধর্মেন্দ্র প্রধানের এই মন্তব্যের পাল্টা দিয়ে তৃণমূলের দাবি, অনুব্রতর বিরুদ্ধে গরু পাচারের কোনও প্রমাণ এখনো সিবিআই দিতে পারেনি। মামলায় অসহযোগিতার অভিযোগ তুলে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বদের সামাজিকভাবে হেনস্তা করতে ইডি-সিবিআইয়ের মত কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। আর এই পরিস্থিতিতে রাজ্যে হাওয়া গরম করতে এই ধরনের মন্তব্য করছেন কেন্দ্রীয় মন্ত্রী। তৃণমূলের স্পষ্ট বক্তব্য, যদি কেউ দোষী হয় তাহলে উপযুক্ত প্রমাণ সহ তাঁকে শাস্তি দেওয়া হোক।

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version