Saturday, November 15, 2025

প্রাক্তন প্রধান শিক্ষকের রহস্যমৃত্যু, পেনশন না পেয়ে অবসাদ! তদন্তের আশ্বাস শিক্ষামন্ত্রীর

Date:

বর্ধমানের মেমারির দেবীপুরে হেয়ার স্কুলের (Hare School) প্রাক্তন প্রধান শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু। বুধবার সকালে, তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সুনীলকুমার দাস (Sunil Kumar Das) নামে ওই প্রাক্তন প্রধান শিক্ষক রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন। পরিবারের অভিযোগ, পেনশন চালু না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন সুনীল দাস! পেনশন না পাওয়ার ঘটনায় তদন্তের আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, অবসর নেওয়ার কয়েক মাসের মধ্যে আর্থিক নয়ছয়ের তদন্তে সুনীলকুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স হয়। একটি কমিটি এই বিষয়ে তদন্ত চালাচ্ছিল। গতবছর থেকে প্রাক্তন প্রধান শিক্ষকের পেনশনের কিছুটা চালু হয়েছিল। তবে, সম্প্রতি সেই তদন্তের রিপোর্ট জমা পড়েছে।

হেয়ার স্কুলের প্রধান শিক্ষক থাকাকালীন সুনীল দাস ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর শিক্ষারত্ন পুরস্কার পান। সরকারি ও বেসরকারি তরফে শিক্ষক হিসাবে আরও বহু সম্মান তিনি পেয়েছেন। সেই বছর সেপ্টেম্বর মাসেই তিনি অবসর নেন। অভিযোগ, পরিবারের একমাত্র রোজগেরে সুনীল দাস অবসরের ৩ বছর পরেও পেনশন পাননি। এরপরই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সেই কারণেই এই সিদ্ধান্ত নেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। শিক্ষামন্ত্রী জানান, এই বিষয়ে একটি তদন্ত কমিটি গড়ে পেনশনের বিষয়টি খতিয়ে দেখা হবে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version