Friday, December 19, 2025

রাশিয়া-চিনের সঙ্গে সামরিক মহড়ায় ভারত? ‘সিদ্ধান্ত’ ঘিরে জল্পনা

Date:

Share post:

দীর্ঘদিন নতুন কোনও সংঘাতের খবর না পাওয়া গেলেও চিন(China) ও ভারতের(India) মধ্যে সুসম্পর্ক যে একেবারেই নেই সে কথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। এই পরিস্থিতিতেই রাশিয়ার ডাকে সাড়া দিয়ে চিনা ফৌজের সঙ্গে যৌথ যুদ্ধ মহড়ায় অংশ নিতে সম্মত হয়েছে ভারত। সম্প্রতি এমনই এক দাবি করা হয়েছে চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে। যদিও ভারতের তরফে এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে এমন কোনও সিদ্ধান্ত যদি নেওয়া হয়ে থাকে তাহলে সাম্প্রতিক পরিস্থিতির মাঝে আন্তর্জাতিক ক্ষেত্রে তা যে বেশ তাৎপর্যপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না।

ওই চিনা সংবাদমাধ্যমের দাবি, ভাওত হ্রাশিয়া ও চিনের পাশাপাশি এই সামরিক মহড়ায় অংশ নিতে চলেছে বেলারুশ, তাজিকিস্তান এবং মঙ্গোলিয়ার ফৌজ আগামী ৩০ অগস্ট-৫ সেপ্টেম্বর আয়োজিত হচ্ছে ‘ভোস্তক-২০২০’ নামের ওই সামরিক মহড়া। তাৎপর্যপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধে প্রত্যক্ষভাবে রাশিয়াকে সাহায্য করেছিল বেলারুশ। তাজিকিস্তান এবং মঙ্গোলিয়াও রাশিয়ার বন্ধু দেশের তালিকায় পড়ে। এই অবস্থায় ভারত যদি এই মহড়ায় অংশ নেয় সেক্ষেত্রে আমেরিকা সহ ইউরোপের একাধিক দেশের নিশানায় পড়তে পারে ভারত, এমনটাই ধারণা কূটনৈতিক মহলের।

উল্লেখ্য, লাদাখ ইস্যুতে ভারত-চিন সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছিল ২০২০ সালে। তখন রাশিয়ার আয়োজিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় ভারতকে আমন্ত্রণ জানানো হলেও সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে নয়াদিল্লি। এমনকি গত সপ্তাহেও বিদেশমন্ত্রী স্পষ্ট জানান, “সীমান্তের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে ভারত-চিন সম্পর্কে শান্তি আসবে না।” এই পরিস্থিতিতে রাশিয়ার মধ্যস্থতায় এই সামরিক মহড়ায় ভারত যদি উপস্থিত হয় তাহলে বলা যেতেই পারে নয়াদিল্লি-বেজিং সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...