Monday, November 3, 2025

রাশিয়া-চিনের সঙ্গে সামরিক মহড়ায় ভারত? ‘সিদ্ধান্ত’ ঘিরে জল্পনা

Date:

দীর্ঘদিন নতুন কোনও সংঘাতের খবর না পাওয়া গেলেও চিন(China) ও ভারতের(India) মধ্যে সুসম্পর্ক যে একেবারেই নেই সে কথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। এই পরিস্থিতিতেই রাশিয়ার ডাকে সাড়া দিয়ে চিনা ফৌজের সঙ্গে যৌথ যুদ্ধ মহড়ায় অংশ নিতে সম্মত হয়েছে ভারত। সম্প্রতি এমনই এক দাবি করা হয়েছে চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে। যদিও ভারতের তরফে এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে এমন কোনও সিদ্ধান্ত যদি নেওয়া হয়ে থাকে তাহলে সাম্প্রতিক পরিস্থিতির মাঝে আন্তর্জাতিক ক্ষেত্রে তা যে বেশ তাৎপর্যপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না।

ওই চিনা সংবাদমাধ্যমের দাবি, ভাওত হ্রাশিয়া ও চিনের পাশাপাশি এই সামরিক মহড়ায় অংশ নিতে চলেছে বেলারুশ, তাজিকিস্তান এবং মঙ্গোলিয়ার ফৌজ আগামী ৩০ অগস্ট-৫ সেপ্টেম্বর আয়োজিত হচ্ছে ‘ভোস্তক-২০২০’ নামের ওই সামরিক মহড়া। তাৎপর্যপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধে প্রত্যক্ষভাবে রাশিয়াকে সাহায্য করেছিল বেলারুশ। তাজিকিস্তান এবং মঙ্গোলিয়াও রাশিয়ার বন্ধু দেশের তালিকায় পড়ে। এই অবস্থায় ভারত যদি এই মহড়ায় অংশ নেয় সেক্ষেত্রে আমেরিকা সহ ইউরোপের একাধিক দেশের নিশানায় পড়তে পারে ভারত, এমনটাই ধারণা কূটনৈতিক মহলের।

উল্লেখ্য, লাদাখ ইস্যুতে ভারত-চিন সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছিল ২০২০ সালে। তখন রাশিয়ার আয়োজিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় ভারতকে আমন্ত্রণ জানানো হলেও সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে নয়াদিল্লি। এমনকি গত সপ্তাহেও বিদেশমন্ত্রী স্পষ্ট জানান, “সীমান্তের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে ভারত-চিন সম্পর্কে শান্তি আসবে না।” এই পরিস্থিতিতে রাশিয়ার মধ্যস্থতায় এই সামরিক মহড়ায় ভারত যদি উপস্থিত হয় তাহলে বলা যেতেই পারে নয়াদিল্লি-বেজিং সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version