Thursday, November 13, 2025

Monkey Pox: চওড়া হচ্ছে মাঙ্কিপক্সের থাবা, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

করোনা (Corona) ভাইরাসের সঙ্গে লড়াই করে চলেছে বিশ্ব । তার মাঝেই বড় চিন্তার কারণ মাঙ্কিপক্স (Monkey Pox)। একলাফে প্রায় ২০ শতাংশ বাড়ল মাঙ্কিপক্সের সংক্রমণ, সতর্ক করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)।

মাঙ্কিপক্সের ভাইরাস নিয়ে বাড়ছে আতঙ্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) প্রধান বলছেন এই রোগ থেকে নিষ্কৃতি পেতে হলে শুধু ভ্যাকসিন (Vaccine) এর উপর ভরসা রাখলে চলবে না। এমনিতেই এই রোগের ভ্যাকসিনের সরবরাহ এবং কার্যকারিতার সম্পর্কে খুব একটা বেশি তথ্য মেলেনি বলে জানাচ্ছেন WHO এর প্রধান। বিশ্বস্বাস্থ্য সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ৯২ টি দেশে ৩৫ হাজারেরও বেশি সংক্রমণ হয়েছে। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর এসেছে।

WHO এর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus) রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ভ্যাকসিনের গুরুত্বর কথা বলার পাশাপাশি উল্লেখ করেছেন, যে ভ্যাকসিনের সরবরাহ এবং তাদের কার্যকারিতা সম্পর্কে ডেটা সীমিত। গত সপ্তাহে প্রায় সাড়ে সাত হাজার নতুন কেস লিপিবদ্ধ করা হয়েছে। একলাফে ২০ শতাংশ সংক্রমণ বেড়েছে বলে জানাচ্ছেন WHO এর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus)। ইউরোপ (Europe) এবং আমেরিকাতে (America) এই পরিসংখ্যানটা যথেষ্ট উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তরফে বলা হয়েছে এই রোগ সম্পর্কে আরও বেশি করে সচেতন হতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে শারীরিক সম্পর্ক থেকে আপাতত নিজেদের কিছুদিন দূরে সরিয়ে রাখাই বাঞ্ছনীয়। পাশাপাশি রোগ নির্ণয়ের দিকেও জোর দেওয়া হয়েছে হু- এর তরফ থেকে।

মাঙ্কিপক্স নিয়ে গবেষণারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল হেড রোসামুন্ড লুইস (Rosamund Lewis) বলছেন ভ্যাকসিন নেওয়ার পরও বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, এমন ঘটনাও লক্ষ্য করা গেছে। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ভ্যাকসিন নেওয়ার পরও সংক্রমণ কেন নিয়ন্ত্রণে আসছে না তা নিয়ে চিন্তায় WHO।

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version