হৃদরোগে আক্রান্ত হয়ে অকালপ্রয়াত সাংবাদিক সোমা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

সাংবাদিকের অকাল প্রয়াণে শোকের ছায়া সাংবাদিক মহলে। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘স্টেটসম্যান এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য সোমা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর জানতে পেরে আমি দুঃখিত। তাঁর পরিবারের সদস্য ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই’।

Saddened to learn about the demise of Shoma Mukherjee, Statesman & Press Accreditation Committee member.
I offer my heartfelt condolences to her family members and loved ones.
— Mamata Banerjee (@MamataOfficial) August 18, 2022
সোমা মুখোপাধ্যায় দ্য স্টেটসম্যান সংবাদপত্রে যোগ দেন ১৯৯০ সালের শেষের দিকে। মৃত্যুকালে সেখানেই কর্মরত ছিলেন। তিনি ছিলেন রিপোর্টিং বিভাগের দায়িত্বে। ১৯৯০- এ তিনি পেয়েছিলেন ‘দ্য স্টেটসম্যান রুরাল রিপোর্টিং’ পুরস্কার।

আরও পড়ুন- সুকন্যার সামাজিক হেনস্থা কাম্য নয়: সমর্থন না করেও মন্তব্য কুণালের
