লাফিয়ে বাড়ল করোনা (Corona)সংক্রমণ, এক দিনেই বেড়ে গেল ৩ হাজারেরও বেশি সংক্রমণ। গতকাল যে সংখ্যাটা ছিল ১২ হাজারের বেশি, ২৪ ঘণ্টা কাটতে না কাটতে তা হয়ে গেল ১৫ হাজার ৭৫৪ জন। খুব স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

করোনা নিয়ে দুশ্চিন্তা কাটার নাম নেই । ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার এই বাড়বাড়ন্ত নিয়ে সতর্ক করেছে। দেশের সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ১ লক্ষ ১ হাজার ৮৩০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী, দেশে একদিনে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৭ জনের। WHO বলছে কোনও মতেই করোনাকে হালকা ভাবে নেওয়া যাবে না। করোনাকে নিয়েই চলতে হবে এটা যেমন ঠিক, তেমনই করোনাকে হালকা ভাবে নিয়ে সতর্কতা অবলম্বন না করলে বড় বিপদ ঘনিয়ে আসতে পারে। এই মুহূর্তে সারা দেশে সুস্থতার হার প্রায় ৯৮.৫৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে এখনও পর্যন্ত দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২০৯ কোটি ২৭ লক্ষের বেশি। মাঝে কিছুদিন করোনা গ্রাফ নিম্নমুখী হলেও ফের চোখ রাঙাচ্ছে ভাইরাস।