Sunday, August 24, 2025

রবীন্দ্রনাথ সৃষ্ট চরিত্রকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে: আমূলের বিজ্ঞাপনের বিরুদ্ধে সরব কুণাল

Date:

গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। অন্যদিকে আজ জন্মাষ্টমী। আর এই দুটি ক্ষেত্রকে তাৎপর্যপূর্ণভাবে ব্যবহার করে রবীন্দ্রনাথের কবিতার লাইন তুলে ধরে বিজ্ঞাপন দিয়েছে দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারি সংস্থা ‘আমূল'(Amul)। ছোট্ট একটি বিজ্ঞাপন ‘কেষ্টা বেটাই চোর’, যা সম্প্রতিক বঙ্গ রাজনীতিতে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। রবীন্দ্রনাথের কবিতার লাইন এভাবে ব্যবহার করে একদিকে যেমন কৃষ্ণের বাল্য লীলাকে তুলে ধরা হয়েছে তেমনি চরিত্র হনন করা হয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। যার ডাকনাম ‘কেষ্টা’। তবে রবীন্দ্রনাথের কবিতার একটি চরিত্রকে এমনভাবে ব্যবহার করার বিরুদ্ধে রীতিমত সরব হয়ে উঠলো তৃণমূল। শুক্রবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ(Kunal Ghosh) জানালে, “যারা করেছেন তারা না জানেন বাংলা, না জানেন রবীন্দ্রনাথ, না জানেন বাংলার মাটি। রবীন্দ্রনাথকে এভাবে বিকৃত করার অধিকার কোনো সংস্থান নেই।”

জন্মাষ্টমীর সকালে দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমূল একটি বিজ্ঞাপন দেয়। যেখানে পোস্টারে উপরের দিকে লেখা আছে, ‘শুভ জন্মাষ্টমী!’ কিছুটা নিচের দিকে একটি বাটারের ছবি আছে। ছোটো বাটারের প্যাকেটটা অর্ধেক খোলা। বাটারও কিছুটা নেই। লেখা হয়েছে, ‘কেষ্টা বেটাই চোর।’ সাম্প্রতিক পরিস্থিতিতে যা নিয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই বিজ্ঞাপন প্রসঙ্গে এর পরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরব হয়ে ওঠেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “আমি এর পক্ষে বা বিপক্ষে একটি শব্দ বলছি না। কিন্তু যে পদ্ধতিতে গুজরাটের এই সংস্থাটি বিজ্ঞাপন দিয়েছে তাতে রবীন্দ্রনাথের একটি চরিত্রকে বিকৃতভাবে ব্যবহার করেছে। যারা করেছেন তারা না জানেন বাংলা না জানেন রবীন্দ্রনাথ না জানেন বাংলার মাটি।”

এ পাশাপাশি কুণাল ঘোষ বলেন, “আমি কোনও ব্যক্তির সমর্থনে বা বিপক্ষে কোনও কথা বলছি না। কিন্তু যারা “কেষ্টা বেটাই চোর”, রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্য থেকে একটি লাইন তুলে ইঙ্গিতপূর্ণভাবে এটা ছেড়েছেন তাদের জেনে রাখা উচিত, রবীন্দ্রনাথ কেষ্টার চরিত্র সম্পর্কে লিখেছেন ‘যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে’। অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি অপমান সত্ত্বেও বিপদের দিনে চরম অনুগত। এমন একটি চরিত্রকে তুলে ধরে চলতি পরিস্থিতিতে ইঙ্গিত পূর্ণভাবে এটা যেভাবে ব্যবহার করা হয়েছে তা রবীন্দ্রনাথকে বিকৃত করা হয়েছে। এটা নিন্দনীয়। রবীন্দ্রনাথকে এভাবে বিকৃত করার কোন অধিকার কোনও সংস্থার নেই।”

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version