১৫ আগস্ট মধ্যরাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) নির্বাসিত করেছে ফিফা (FIFA)। এই নির্বাসনের ফলে সঙ্কটে ভারতীয় ফুটবল। তবে এরই মধ্যে নয়া ইতিহাস গড়লেন ভারতের জাতীয় মহিলা দলের ফুটবলার মনীষা কল্যাণ (Manisha Kalyan)। সাইপ্রাসের দল অ্যাপোলোন লেডিস এফসির হয় উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামেন মনীষা। আর মাঠে নামতেই ইতিহাস গড়লেন তিনি।

বৃহস্পতিবার সাইপ্রাসের দল অ্যাপোলোন লেডিস এফসির হয়ে ৬০ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন মনীষা। সেই ম্যাচে লাটভিয়ার রিগাকে ৩-০ গোলে হারায় অ্যাপোলোন লেডিস। আর এর জেরে প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেললেন মনীষা। সদ্য জাতীয় দল ও গোকুলাম কেরালা এফসির হয়ে দুরন্ত পারফর্ম করে সাইপ্রাসের দলে সুযোগ পান মনীষা। সম্প্রতি এআইএফএফ-এর বর্ষসেরা ফুটবলারের সম্মানও পেয়েছেন তিনি।
Champions League debut for Manisha Kalyan (20). HISTORY. 🇮🇳🔥 #IndianFootball #SFTig pic.twitter.com/Xu3Twf8KUY
— Sevens Tigress (@sevenstigress) August 18, 2022
ফিফার নির্বাসনের জেরে ভারতের জাতীয় দল বা কোনও ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে পারছে না। তবে ভারতের কোনও ফুটবলার যদি বিদেশি ক্লাবে খেলেন, সেক্ষেত্রে তাঁর মাঠে নামতে কোন সমস্যা নেই। আর সেই কারণেই মনীষাও অ্যাপোলোন হয়ে মাঠে নেমেছিলেন।

আরও পড়ুন:শুক্রবার সকালে শহরে পা রাখলেন লাল-হলুদের দ্বিতীয় বিদেশি অ্যালেক্স লিমা
