Saturday, August 23, 2025

চোট সারিয়ে ভারতের মহিলা দলে ফিরলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। একদিনের ক্রিকেটে দলে ফিরলেন বাংলার এই কিংবদন্তি পেসার। ২২ মার্চে মহিলাদের বিশ্বকাপে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন ঝুলন। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিরতে চলেছেন চাকদহ এক্সপ্রেস। প্রায় মাস ছয়েক পরে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরতে চলেছেন ঝুলন।

চোট সারিয়ে দলে ফিরলেন ঝুলন মার্চ মাসে শেষবার ভারতের হয়ে খেলতে দেখা গিয়েছিল ঝুলনকে। সেই সময় বিশ্বকাপে খেলছিল ভারতের মেয়েরা। বিশ্বকাপ অভিযান শেষ করে ভারত শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। সেই দলেও ছিলেন না বাংলার পেসার। অনেকেই মনে করেছিলেন এরপরেই হয়ত ক্রিকেট থেকে অবসর নেবেন ৩৯ বছর বয়সী ঝুলন। কিন্তু হব জল্পনা কাটিয়ে ফের ২২ গজ কাঁপাতে তৈরি তিনি।

১০ সেপ্টেম্বর থেকে শুরু ইংল‍্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম‍্যাচের সিরিজ এবং তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাবে ভারতের মহিলা দল। দুই ফরম্যাটেই ভারতের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।

একনজরে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ভারতীয় দল:
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, সাব্বিনেনি মেঘনা, দীপ্তি শর্মা, তানিয়া স্বপ্না ভাটিয়া (ডব্লিউকে), ইয়াস্তিকা ভাটিয়া (ডব্লিউকে), পূজা বস্ত্রকার, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাজেশ্বরী, রাজেশ্বরী , হারলিন দেওল, দয়ালান হেমলতা, সিমরান দিল বাহাদুর, ঝুলন গোস্বামী, জেমিমা রড্রিগস।

একনজরে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল:

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রকার, জেমিমা রদ্রিগেস, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাধা যাদব, সাব্বিনেনি মেঘনা, তানিয়া স্বপ্না ভাটিয়া (ডব্লিউকে), রাজেশ , দয়ালান হেমলথা, সিমরান দিল বাহাদুর, রিচা ঘোষ (উইকেটরক্ষক), কে.পি. নভগিরে।

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়

 

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version