Sunday, May 4, 2025

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো দেউচা পাঁচামিতে ৭৮ জনকে নিয়োগপত্র

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) প্রতিশ্রুতি দিয়েছিলেন দেউচা পাঁচামি প্রকল্পে(Deucha Panchami Project) জমিদাতাদের সমস্ত রকম সুযোগ সুবিধার পাশাপাশি দেওয়া হবে চাকরি। সেইমতো নিয়োগপত্র(Appointment Latter) দেওয়ার কাজ শুরু হল সরকারের তরফে। শনিবার কোল ব্লকের আওতায় থাকা জমিদাতাদের জুনিয়র কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হল সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে। নিয়োগপত্র পেলেন ৭৮ জন। আগামী রবিবার ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমির ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন তারা।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দেউচা পাঁচামি দ্রুত রূপায়ণের লক্ষ্যে কোমর বেঁধে কাজ শুরু করে দিয়েছে সরকার। প্রথম পর্যায়ে মুখ্যমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র দেওয়ার কাজ শেষ হওয়ার পর শনিবার শুরু হয় দ্বিতীয় দফায় নিয়োগপত্র দেওয়ার কাজ। এদিন দ্বিতীয় ব্যাচের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী ও অ্যান্যান্য শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্তারা। উল্লেখ্য, দেউচা পাঁচামি প্রকল্পে প্রথম পর্যায়ে দেওয়ানগঞ্জ, হরিণসিঙা, কেন্দ্রগড়িয়া এবং দ্বিতীয় পর্যায়ে দেউচা পাঁচামি মিলে প্রায় হাজারতিনেক জমিদাতা আবেদন করেছেন। রাজ্য সরকারের আর্থিক পুনর্বাসন প্রকল্পে এ যাবৎ ৬০০ জন জমিদাতার কাছ থেকে জমি কিনেছে রাজ্য সরকার। কোল ব্লকে বোরিংয়ের মাধ্যমে প্রথম পর্যায়ে নিরীক্ষণের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version