Sunday, August 24, 2025

দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি: SSKM থেকে বেরিয়ে বললেন পার্থ

Date:

Share post:

প্রেসিডেন্সি জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শনিবার এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) নিয়ে আসা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chaterjee)। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে বসার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানালেন, তিনি তৃণমূল দলের সঙ্গে ছিলেন এবং দলের সঙ্গেই থাকবেন। শুধু তাই নয়, তাঁর শারীরিক অবস্থা যে একেবারেই ভালো নয় সে কথাও এদিন জানান তিনি।

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে তল্লাশি ও বিপুল টাকা উদ্ধারের পর বর্তমানে প্রেসিডেন্সি জেলই পার্থর ঠিকানা। মন্ত্রিত্ব থেকে সরানোর পাশাপাশি সরানো হয়েছে দলের সমস্ত দায়িত্ব থেকে। শনিবার জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএম হাসপাতালে আনা হয়েছিল পার্থকে। গাড়ি থেকে নামার সময় সাংবাদিকদের তরফে তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে জানতে চাওয়া হয়। উত্তরে অপসারিত মন্ত্রী বলেন, ”শরীরটা ভাল নেই।” চিকিৎসার পর হাসপাতাল থেকে বেরোনোর সময়, ফের প্রাক্তন মন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা, ”দাদা শরীর কেমন আছে?” এবার কিন্তু পার্থ দিলেন একেবারে আলাদা গতের উত্তর, বললেন, ” বারবার তো বলেছি, দলের সাথে আছি, দলের সাথেই ছিলাম’! চারদিকে তখন পুলিশে-পুলিশে ছয়লাপ, পার্থ আর কিছু বলতে পারার আগেই গাড়ি রওনা দেয় প্রেসিডেন্সি জেল-এর উদ্দেশ্যে।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পার্থর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কিছু নেই, হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনও নেই। প্রাক্তন মন্ত্রীর পা ফুলে গিয়েছে, বুক ধড়ফড় করছিল। চিকিৎসকরা তাঁর পায়ের এক্স-রে করেন, করা হয় ইউরিক অ্যাসিড-এর পরীক্ষাও। কিন্তু চিন্তা করার মতো কিছু পায়নি এসএসকেএম। চিকিৎসকরা জানিয়েছেন, যেহুতু অনেকদিন তেমনভাবে হাঁটাচলা করছেন না পার্থ, তাই পা ফুলছে। স্থূলতাও পা ফোলার অন্যতম কারণ। ডায়াবিটিস ও হাই-ব্লাড প্রেশারের ওষুধ তিনি যেমন খাচ্ছিলেন, তেমন খেয়ে যেতে হবে।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...