Wednesday, November 12, 2025

আর মাত্র দিন পাঁচেক । তার পরই ২৫ অগাস্ট নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা নব মহাকরণের একটা অংশ তুলে দেওয়া হবে কলকাতা হাইকোর্টকে। কারণ, সেখানেও বসবে আদালত। সেখানে সবরকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তারই আনুষ্ঠানিক হস্তান্তর হবে ২৫ অগাস্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই হস্তান্তর করা হবে নব মহাকরণের বি ব্লকের ৯ তলা বিল্ডিং।

রাইটার্স বিল্ডিং বা মহাকরণে যখন জায়গার অভাব দেখা দিয়েছিল তখন নব মহাকরণ ভবন বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আনা হয়েছিল বেশ কিছু সরকারি দফতর। সেখানে বসতেন মন্ত্রীরাও। এবার সেখানে আদালত বসবে। কলকাতা হাইকোর্ট থেকে সরছে একাধিক দফতর। এমনকী সিটি সিভিল কোর্ট থেকে শুরু করে বেশ কয়েকটি কোর্ট এখানে সরে আসবে। তাই প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা প্রয়োজন। এবার সেগুলিকে নিয়ে আসা হবে নব মহাকরণ ভবনে।
রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি একটি বৈঠক করে নব মহাকরণের একতলা থেকে ন’তলা পর্যন্ত থাকা দফতরগুলির সঙ্গে কথা বলেছেন। সেখানে থাকা একাধিক দফতরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও তাঁদের জানিয়েছিলেন তিনি। যার মধ্যে রয়েছে আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন, লেবার ট্রাইব্যুনাল। এগুলিকে সম্ভবত সল্টলেকে স্থানান্তর করা হবে।

 

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version