Monday, November 17, 2025

নজরে পঞ্চায়েত, সোমবার ৩ সংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক

Date:

পঞ্চায়েত নির্বাচনকে নজরে রেখে সংগঠনকে ঢেলে সাজাতে জেলা ধরে ধরে বৈঠক করছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আর সেই লক্ষ্যে আগামী সোমবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বৈঠকে বসতে চলেছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলা, ও ঝাড়গ্রামের জেলা নেতৃত্বের সঙ্গে। রাজ্য রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতির মাঝে অভিষেকের এই বৈঠকের দিকে নজর রাজনৈতিক মহলের।

তৃণমূল সূত্রের খবর, সোমবার দুপুর ১২ টা নাগাদ ঘাটাল সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুর তিনটে নাগাদ মেদিনীপুর সাংগঠনিক জেলা ও ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত সংগঠনিক জেলা নেতৃত্বদের কাছ থেকে সংগঠনের হাল হকিকত সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেবেন অভিষেক। পাশাপাশি দুর্নীতিমুক্ত তৃণমূল গঠনের যে উদ্যোগ সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিয়েছেন সেই লক্ষ্যে বার্তা দিতে পারেন তিনি। দলে কোনরকম দুর্নীতি যে বরদাস্ত করা হবে না, এই বৈঠক থেকে দলের সব স্তরকে সে বিষয়ে কঠোর বার্তা দিতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বৈঠক থেকে সকলকে আর্থিক শিষ্টাচার নিয়ে সতর্ক করতে পারেন তিনি।

‘শুধু নির্বাচন নয়’ সর্বদা তৃণমূল নেতাদের মানুষের পাশে থাকতে হবে। তাদের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে,’ বারবার এই বার্তা দিয়েছেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবেও এই নীতি অক্ষরে অক্ষরে পালন করেন অভিষেক। সেই লক্ষ্যে তিনি চালু করেছেন ‘এক ডাকে অভিষেক’ প্রকল্প। নিজের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ডহারবার তো বটেই উত্তরের জেলাগুলিতেও যা লাগু হয়েছে। জেলা নেতৃত্বদের মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি জানা যাচ্ছে ৩ সাংগঠনিক জেলায় সংগঠনিক হাল হাকিকত সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নেবেন অভিষেক।

আরও পড়ুন- Reliance: জনস্বার্থ মামলা খারিজ, বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা গড়ছেন আম্বানি

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version