Wednesday, November 12, 2025

পুরসভার নির্দেশে আপাতত বন্ধ মহম্মদ আলি পার্কের পুজো মন্ডপ তৈরির কাজ

Date:

মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। এবারের মতো মণ্ডপ তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ জারি করল কলকাতা পুরসভা।

বেশ কয়েক বছর ধরে এই পুজো নিয়ে কলকাতা পুরসভা সতর্কতা জারি করেছিল। কারণ, মহম্মদ আলি পার্কে একটি ভূর্গর্ভস্থ জলাধার রয়েছে। এই জলাধারটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল।

পুজোর প্যান্ডেল হলে লোকজনের সমাগমে চাপ পড়তে পারে প্রাচীন ওই জলাধারে। তাই মণ্ডপের কাজ বন্ধ রাখার নির্দেশ উদ্যোক্তাদের।
জানা গিয়েছে, কলকাতা পুরসভার আধিকারিকরা মহম্মদ আলি পার্ক পরিদর্শনে যাবেন। তাঁরা খতিয়ে দেখবেন ভূগর্ভস্থ জলাধারটির পরিস্থিতি। সেখানে দুর্গাপুজোর প্যান্ডেল (Durga Puja) হলে বিপদের আশঙ্কা রয়েছে কী না, তা খতিয়ে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত জানাবে কলকাতা পুরসভা।

আরও পড়ুনঃ মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি সিবিআইয়ের
বছর তিনেক আগে ২০১৯ সালে পার্কের নীচে জলাধারটির পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন পুরসভার ইঞ্জিনিয়ররা। সেই সময় একটি ফাটল দেখা গিয়েছিল ইটের তৈরি ওই জলাধারে। তারপরই পার্কের ভেতরের পুজো সরে গিয়েছিল বাইরে। আসলে পুরসভার আধিকারিকরা জানিয়েছিলেন, জলাধারটি ভেঙে পড়লে ধস নামতে পারে যে কোনও মুহূর্তে। যদিও এখনও সংস্কার হয়নি জলাধারের। যেকারণে ২০১৯ ও ২০২০ সালে পুজো সরে যায় সংলগ্ন ফায়ার ব্রিগেডে।
এবছর অনুমতি ছাড়াই পুজো উদ্যোক্তারা পার্কে ওই জলাধারের পাশে মণ্ডপ তৈরি শুরু করেছিলেন। কিন্তু তা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে পুরসভা।
পুরসভার বক্তব্য, জলাধারের অংশটি ছেড়েও যদি মণ্ডপ তৈরি করা হয়ে থাকে, সেটাও নিরাপদ নয়। উদ্যোক্তারা জানিয়েছেন, (Durga Puja) পুরসভা চিঠি দিয়ে আপাতত মণ্ডপ তৈরি স্থগিত রাখতে বলেছে। মণ্ডপের ভেতরে কাউকে যেতে দেওয়া হবে না। পার্কে ঢোকার প্রথম ধাপ থেকেই প্রতিমা দর্শন করতে হবে।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version