Sunday, May 4, 2025

মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। এবারের মতো মণ্ডপ তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ জারি করল কলকাতা পুরসভা।

বেশ কয়েক বছর ধরে এই পুজো নিয়ে কলকাতা পুরসভা সতর্কতা জারি করেছিল। কারণ, মহম্মদ আলি পার্কে একটি ভূর্গর্ভস্থ জলাধার রয়েছে। এই জলাধারটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল।

পুজোর প্যান্ডেল হলে লোকজনের সমাগমে চাপ পড়তে পারে প্রাচীন ওই জলাধারে। তাই মণ্ডপের কাজ বন্ধ রাখার নির্দেশ উদ্যোক্তাদের।
জানা গিয়েছে, কলকাতা পুরসভার আধিকারিকরা মহম্মদ আলি পার্ক পরিদর্শনে যাবেন। তাঁরা খতিয়ে দেখবেন ভূগর্ভস্থ জলাধারটির পরিস্থিতি। সেখানে দুর্গাপুজোর প্যান্ডেল (Durga Puja) হলে বিপদের আশঙ্কা রয়েছে কী না, তা খতিয়ে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত জানাবে কলকাতা পুরসভা।

আরও পড়ুনঃ মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি সিবিআইয়ের
বছর তিনেক আগে ২০১৯ সালে পার্কের নীচে জলাধারটির পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন পুরসভার ইঞ্জিনিয়ররা। সেই সময় একটি ফাটল দেখা গিয়েছিল ইটের তৈরি ওই জলাধারে। তারপরই পার্কের ভেতরের পুজো সরে গিয়েছিল বাইরে। আসলে পুরসভার আধিকারিকরা জানিয়েছিলেন, জলাধারটি ভেঙে পড়লে ধস নামতে পারে যে কোনও মুহূর্তে। যদিও এখনও সংস্কার হয়নি জলাধারের। যেকারণে ২০১৯ ও ২০২০ সালে পুজো সরে যায় সংলগ্ন ফায়ার ব্রিগেডে।
এবছর অনুমতি ছাড়াই পুজো উদ্যোক্তারা পার্কে ওই জলাধারের পাশে মণ্ডপ তৈরি শুরু করেছিলেন। কিন্তু তা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে পুরসভা।
পুরসভার বক্তব্য, জলাধারের অংশটি ছেড়েও যদি মণ্ডপ তৈরি করা হয়ে থাকে, সেটাও নিরাপদ নয়। উদ্যোক্তারা জানিয়েছেন, (Durga Puja) পুরসভা চিঠি দিয়ে আপাতত মণ্ডপ তৈরি স্থগিত রাখতে বলেছে। মণ্ডপের ভেতরে কাউকে যেতে দেওয়া হবে না। পার্কে ঢোকার প্রথম ধাপ থেকেই প্রতিমা দর্শন করতে হবে।

 

 

Related articles

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...
Exit mobile version