ডাম্পারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল গাড়ি, প্রাণ গেল মামা-ভাগ্নের

গাড়ির কাজে খড়গপুর গিয়েছিলেন ৪ জন। ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু আচমকাই ডাম্পার পিষে দিল গাড়িটিকে। দুমড়ে মুচড়ে গেল গাড়িটি। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগালেও প্রাণে বাঁচেনি মামা-ভাগ্নে।

আরও পড়ুন: কলকাতার নাবালিকাকে জলপাইগুড়ি থেকে উদ্ধার করল পুলিশ

রবিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বুদবুদে। পুলিশ সূত্রের খবর, নিহতদের নাম দীনেশ যাদব ও সত্যেন্দ্র যাদব। তাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে। তাঁরা দু’জনেই পানাগড় বাজারের বাসিন্দা। বাড়ি ফেরার পথে  বুদবুদ থানার অন্তর্গত বুদবুদ বাইপাসের উপর ওই গাড়িটিতে ধাক্কা দেয় একটি ডাম্পার। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ভিতরে আটকে পড়েন ৪ যাত্রী। শব্দ পাওয়ামাত্রই ছুটে যান স্থানীয়রা। উদ্ধার কাজে হাত লাগান তাঁরা। খবর দেওয়া হয় বুদবুদ থানায়।

পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আটকে থাকা ৪ যাত্রীকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি দুজনের চিকিৎসা চলছে। অন্যদিকে কীভাবে গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Previous articleবনগাঁ-আসানসোলে উপনির্বাচন, সকাল থেকেই চলছে ভোটগ্রহণ
Next articleঘুরে দাঁড়ানোর সহজ পাঠ, উৎপল সিনহার কলম