Friday, August 22, 2025

পড়ুয়াদের ইউনিফর্ম তৈরির কাজে গড়িমসি! ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ নবান্নর

Date:

পুজোর আগে অর্থাৎ ১৫ সেপ্টেম্বরের মধ্যে চার কোটি ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম দেওয়ার কাজ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নির্দিষ্ট এই সময়ের মধ্যে রাজ্যের সমস্ত জেলার ছাত্র-ছাত্রীদের হাতে দু”সেট করে ইউনিফর্ম তুলে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম প্রদানের কাজ কতটা হয়েছে তা নিয়ে জেলাগুলোর সঙ্গে পর্যালোচনামূলক বৈঠক করেছেন রাজ্যের পঞ্চায়েত সচিব উল্গানাথন। সূত্রের খবর, এখনও সমস্ত ছাত্র-ছাত্রীদের হাতে সঠিকভাবে ইউনিফর্ম পৌঁছে না যাওয়ায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন পঞ্চায়েত সচিব। তবে কয়েকটি জেলার ছাত্র-ছাত্রীদের কাছে ইউনিফর্মের একটি করে সেট অবশ্য পৌঁছাছে। দুটো করে সেট দূরস্ত এখনও পর্যন্ত একটি করে সেটই পৌঁছায়নি প্রায় ন’টা জেলার ছাত্র-ছাত্রীদের কাছে। এই জেলাগুলি হল, কলকাতা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। প্রসঙ্গত, স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে দ্রুততার সঙ্গে ইউনিফর্ম তৈরি করার কাজ চালানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের স্টেট রুরাল লাইভলিহুড মিশন বা আনন্দধারা প্রকল্পের অধীনে রাজ্যে প্রায় দশ লক্ষ স্বানির্ভর গোষ্ঠী থাকলেও আরও ২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখনও শেষ হয়নি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো সম্পূর্ণরূপে স্বনির্ভর গোষ্ঠী তৈরির কাজ। ২৮ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে ইতিমধ্যে। আগামী সেপ্টেম্বরের মধ্যে স্বনির্ভর গোষ্ঠী তৈরির যাবতীয় কাজ শেষ করার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। তবে বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা যা রয়েছে তাদের দিয়েই ইউনিফর্ম তৈরি করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তা ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়ার সংকল্প নিয়েছে রাজ্য সরকার। বিশেষভাবে উল্লেখ্য, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে উপযুক্ত প্রশিক্ষণের জন্য ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসকদের দেওয়া হয়েছে নির্দেশিকা।

আরও পড়ুন- ‘নিজের মাটিতে কেন বঞ্চিত হবে বাঙালি’? দাবি তুলে কল্যানীতে মিছিল বাংলা পক্ষর

ব্যাঙ্কের সঙ্গে কথা বলে ক্রেডিট লিঙ্কেজের ব্যবস্থা করারও পরামর্শ দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি নিয়ে প্রতি সপ্তাহে পর্যালোচনা করার কথা বলা হয়েছে পঞ্চায়েত দফতরের তরফ থেকে।


 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version