Wednesday, May 14, 2025

স্টেশন প্লাজা , গাড়ি পার্কিং -মহিলা চালক, কলকাতাকে টেক্কা দেবে ঢাকা মেট্রো!

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা: কলকাতাকে রীতিমতো টেক্কা দেবে ঢাকা মেট্রো । হ্যাঁ, এভাবেই আঁটঘাট বেধে শুরু হতে চলেছে ঢাকার মেট্রো পরিষেবা । মেট্রো স্টেশনের সিঁড়ি বা লিফটের একেবারে কাছেই নিজেদের ব্যক্তিগত গাড়ি রাখতে পারবেন যাত্রীরা। এমনকি বাস, ট্যাক্সি, অটোয় চড়া যাত্রীরাও স্টেশনের কাছে নামতে পারবেন। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যে এমন বিশেষ ব্যবস্থা থাকছে ঢাকা মেট্রোয়।

ঢাকা মেট্রোর চারটি স্টেশনে এই বিশেষ ব্যবস্থা থাকবে। তৈরি করা হচ্ছে ‘স্টেশন প্লাজা’।
জানা গিয়েছে, উত্তরা, আগারগাঁও, ফার্মগেট, কমলাপুর স্টেশনে এই প্লাজা তৈরি করা হবে। আরও জানা গিয়েছে, উত্তরা ও কমলাপুরের মাঝপথে আগারগাঁও ও ফার্মগেটেও দু’টি স্টেশন প্লাজা থাকবে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মোট ১৭টি স্টেশন থাকবে।
লিফট, চলমান সিঁড়ি ও সিঁড়ি। এই তিন ব্যবস্থায়ী থাকছে স্টেশনে ওঠা নামার জন্য।‘ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’ (ডিএমটিসিএল) সূত্রে জানানো হয়েছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ন’টি স্টেশনে লিফট ও চলমান সিঁড়ির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।
প্রথমে ঢাকার এই মেট্রো রেল প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২২ হাজার কোটি টাকা। পরে সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব দেয় ডিএমটিসিএল। অনুমোদন পেলে প্রকল্পের ব্যয় দাঁড়াবে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
জাপান থেকে ইতিমধ্যেই ১৫টি মেট্রোর রেক ঢাকায় আনা হয়েছে। আরও ন’টি রেক আসার কথা। ঢাকার মেট্রো রেল চালকদের মধ্যে থাকছেন মহিলা চালকও। সব ঠিকঠাক চললে ২০২৫ এ ডিসেম্বরের মধ্যেই ঢাকায় চালু হয়ে যাবে অত্যাধুনিক মেট্রো রেল পরিষেবা।

 

 

spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...