Saturday, August 23, 2025

মেয়ে মানেই খেলনাবাটি, হাতাখুন্তি, অল্প পড়াশুনো আর বিয়ে। মেয়ে হয়ে মাঠ দাপিয়ে বেড়াবে, ফুটবল খেলবে, এ যেন সমাজে দুঃস্বপ্ন। ভারতী মুদির পায়ে এই সমাজই একসময় লাগাম পরিয়েছিল। কিন্তু সেই সব বাধা সরিয়ে ভারতী মুদি মহিলা মহলে এখন বহুচর্চিত। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে তৈরি করেছেন মহিলা ফুটবল দল।

আরও পড়ুন:সামান্য সরকারি চাকুরের সম্পত্তি ৩০০ কোটি টাকা !

বাঁকুড়ার ছাতনা ব্লকের একটি গ্রামের বাসিন্দা ভারতী মুদি। ছোট থেকেই স্বপ্ন ছিল ফুটবল খেলবেন। কিন্তু সমাজের নানান জটিলতা পার করে ইচ্ছে থাকলেও তা হয়ে ওঠেনি। নিজের উপর ভরসা থাকলেও বাবা-মা বিয়ে দিয়ে দেন। তারপরই সেই হাতা খুন্তি। জন্ম নেয় এক শিশুকন্যাও। তবে ফুটবলের প্রতি অদম্য জেদ বরাবরই ছিল। সেইসঙ্গে ছিল ইচ্ছেশক্তিও।তাই সমাজের কাছে এবারে আর নথিস্বীকার করে নয়। স্বামীর হাত ধরে মেয়েকে সঙ্গে নিয়ে নিজেই গড়ে তোলেন ফুটবলের টিম। তার কোচ ভারতী মুদি। এই টিমের সব সদস্যই পিছিয়ে পড়া অনগ্রসর পরিবার থেকে উঠে আসা। ভারতী দেবীর বক্তব্য ‘এই ইচ্ছে কখনই সফল হত না, যদি স্বামী পাশে না থাকতেন।’

মেয়ে এবং মেয়ের বন্ধুদের সঙ্গী করে ভারতী মুদির টিম এখন শুধু জেলায় নয়, কলকাতাতেও নিজেদের জায়গা করে নিয়েছে এই টিম।পাশাপাশি মহিলা খেলোয়াড়ের সম্মান নিয়ে জেলা পুলিশে মিলেছে চাকরিও।  ভারতীর স্বপ্ন এখন আন্তর্জাতিক ম্যাচ খেলা।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version