Friday, December 5, 2025

মোদির সিবিআইয়ে বিশ্বাস নেই, নির্মলার ইডিতে আস্থা রেখে বিস্ফোরক দিলীপ

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের(CBI) প্রতি প্রকাশ্যে অনাস্থা দেখিয়ে গত রবিবার বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপির(BJP) সর্বভারতীয় সহ-সহাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তুলেছিলেন ‘সেটিংয়ের তত্ত্ব’। সোমবারও নিজের বক্তব্য থেকে একচুলও সরলেন না দিলীপ। বরং জানালেন, সিবিআইকে বিশ্বাস করে তাঁরা ন্যায় পাননি। ইডি-ই(ED) এখন সবচেয়ে বেশি ভরসাযোগ্য।

প্রতিদিনের মতো সোমবার নিউটাউনে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন দিলীপ। প্রশ্ন ওঠে সিবিআইয়ের সেটিং তত্ত্ব নিয়ে। এরপর রবিবারের রেশ ধরেই দিলীপ বলেন, “সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু ন্যায় পাইনি। ভোটের পর আমাদের ৬০ জন কর্মী মারা গিয়েছেন। কোর্ট বলেছিল সিবিআইকে, তদন্ত করে যথাযথ পদক্ষেপ নিতে। কিন্তু সিবিআই তো এফআইআরই দায়ের করতে পারল না। তুলনায় ইডি অনেক ভাল কাজ করেছে। প্রমাণ করে দিয়েছে, তারাই সবচেয়ে বিশ্বস্ত এজেন্সি।” পাশাপাশি অতীতে সিবিআই অফিসে বিজেপির বিক্ষোভ প্রসঙ্গে সিবিআইকে কুকুরের সঙ্গে তুলনা করে দিলীপ বলেন, “কুকুর বিশ্বস্ত। ডাক্তারবাবু ভয় পেয়েছে, কুকুর যদি তার বাড়িতে পৌঁছে যায়! তাই আমরা প্রতিবাদ করেছি।” যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যকে সমর্থন করছে না রাজ্য বিজেপি। সভাপতি সুকান্ত মজুমদার জানান, দিলীপ ঘোষের এহেন মন্তব্য করা উচিত হয়নি।

এদিকে এই ঘটনায় দিলীপকে একহাত নিয়ে কুণাল ঘোষ বলেন, “কুকুর যদি বিশ্বস্ততার প্রতীক হিসেবে ব্যবহার হয় তাহলে, আরএসএসের বিশ্বস্ত মানে কি দিলীপ ঘোষ কুকুর? ওদের ইচ্ছেমতো তদন্ত হবে রাজনৈতিক হিংসা নিয়ে? ভোটের আগে বিজেপি কী প্ররোচনা দেয়নি? আজ সিবিআই-ইডিকে অপমান করছে। আমরা মনে করি এই দুই সংস্থায় অত্যন্ত ভালো অফিসার রয়েছেন। এখন সমস্যা হল এরা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত। এখন যদি কেন্দ্রীয় সংস্থা মনে করেন যথেষ্ট বিজেপির কথা মানছি। তবে এত মিথ্যা মানা যায়না। তখন তাদের ‘কুকুর’ বলা হবে। এর মানে কী? সিবিআই-ইডিকে বলব, দেখুন আপনাদের অপব্যবহার করেছে রাজনৈতিক স্বার্থে আর এখন কুকুর বলছে।”

উল্লেখ্য, গত রবিবার শহরে এক অনুস্থানে যোগ দিয়ে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে সরব হন দিলীপ ঘোষ। তিনি বলেন, “আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হলেও এফেক্ট পড়ছিল না। গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হচ্ছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে।” ইডির তদন্ত নিয়ে অনেকের আপত্তি রয়েছে বলেও অভিযোগ করেন খড়গপুরের বিজেপি সাংসদ। তাঁর কথায়, “ইডি পোষ মানবে না, কামড়াবে। যারা সেটিং করেছে তাঁরাই এখন ইডির তদন্ত নিয়ে আপত্তি করছে। আদালতে যাচ্ছে। প্রশ্ন করছে, কেন ইডি তদন্ত করবে?” দিলীপের সেই মন্তব্যের পাল্টা কুণাল ঘোষ বলেন, “দিলীপদা কহি পে নিগাহে, কহি পে নিশানা করলেন না তো? কোথাও শুভেন্দুর সঙ্গে সিবিআইয়ের সেটিং করে গ্রেপ্তারি এড়ানোর প্রশ্ন তুলে দিলেন না তো?”

spot_img

Related articles

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...

বাংলা বলায় বাংলাদেশে পুশ ব্যাক: লোকসভায় প্রসঙ্গ তুলতেই বন্ধ করা হল শতাব্দীর মাইক!

তাঁরই লোকসভা ক্ষেত্রের বাসিন্দা সোনালি খাতুন। বৈধ ভারতীয় হওয়া সত্ত্বেও বিজেপির ডবল ইঞ্জিন সরকার তাঁকে ও তাঁর পরিবারকে...

রাশিয়ার সহযোগিতায় ভারতে সবথেকে বড় পারমাণবিক প্রকল্প: ঘোষণা পুতিনের

পারমাণবিক পরীক্ষার কথা ঘোষণা করে সম্প্রতি গোটা বিশ্বকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।...

পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী: সেবাশ্রয়-২ ক্যাম্প থেকে দ্রুত চিকিৎসা

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) স্বপ্নের প্রকল্প সেবাশ্রয়(Sebashray) আবারও প্রমাণ করল—সাধারণ মানুষের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসা...