নন্দীগ্রামে ধরাশায়ী বিজেপি, সিঙ্গুরেও বামেদের নিশ্চিহ্ন করল তৃণমূল

ইডি, সিবিআইকে লাগিয়ে তৃণমূলকে যতই কুৎসা করার চেষ্টা করছে বিজেপি, ততই রাজ্যে উড়ছে সবুজ ঝড় । রবিবার বিজেপিকে ধরাশায়ী করে নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে গোহারা হারল বিজেপি। শুধু নন্দীগ্রামেই নয়, পূর্ব মেদিনীপুরের কাঁথি-৩ ব্লকে মারিশদা কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে তৃণমূল নিশ্চিহ্ন করে দিল বিরোধীদের। অন্যদিকে, বামেদের শক্ত ঘাঁটি সিঙ্গুর বিধানসভার অন্তর্গত চন্ডীতলা ২ নং ব্লকের কাপাসাহাঁড়িয়া অঞ্চলের তৃষা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন ছিল।সেখানেও উড়ল সবুজ ঝড়। তৃণমূল বামেদের হারিয়েছে ৯-০ আসনে।

আরও পড়ুন:শুভেন্দু গড়ে খাতাই খুলতে পারল না বিজেপি! জয়জয়কার তৃণমূলের

প্রসঙ্গত, ১৯৭৮ সালের পর থেকে এই সমবায় সমিতি বামপন্থীদের দখলে ছিল। এদিন সেই সমিতির পরিচালনার দায়িত্ব পেল তৃণমূল কংগ্রেস। এই জয় প্রসঙ্গে মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘এই জয় মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়।’

Previous articleভোলে ব্যোমের পর বোলপুরের শিবশম্ভু রাইস মিলে সিবিআই হানা
Next articleমোদির সিবিআইয়ে বিশ্বাস নেই, নির্মলার ইডিতে আস্থা রেখে বিস্ফোরক দিলীপ