Monday, November 17, 2025

একাধিক ‘জনবিরোধী’ ইস্যুতে ফের বিজেপিকে আক্রমণ সাংসদ বরুণ গান্ধীর

Date:

বেকারত্ব (Unemployment), দুর্নীতি (Corruption) এবং মুদ্রাস্ফীতির (Inflation) বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন বিজেপি সাংসদ (BJP MP) বরুণ গান্ধী (Varun Gandhi)। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, তিনি এমন একটি ভারত দেখতে চান যেখানে শিশু এবং যুবরা সম্মান পাবে এবং সাহায্যের জন্য তাদের কারও কাছে মাথানত করতে হবে না। এরপরই দেশবাসীর উদ্দেশে বরুণের দাবি, যতদিন পর্যন্ত এই দেশে ‘বেকারত্ব’ নামক শব্দটির অস্তিত্ব থাকবে এবং আপনাদের সন্তানরা চাকরি না পাবেন ততদিন পর্যন্ত আমার ‘সংঘর্ষ’ (Fight) চলবে।

বরুণ গান্ধী এদিন আরও দাবি করেন, আমাদের পূর্ব পুরুষদের আত্মত্যাগ (Sacrifice) কখনই বৃথা যেতে দেব না। এবার সময় এসেছে দেশের মৌলিক সমস্যা, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের এক হয়ে আওয়াজ তোলার। সম্প্রতি পিলভিটের (Pilvit) সাংসদ বরুণ গান্ধী প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে তাঁর কেন্দ্রে একটি ইন্ডোর স্পোর্টস হলের (Sports Hall) উদ্বোধন করেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি (Press Conference) হয়ে কেন্দ্রের একাধিক জনবিরোধী পদক্ষেপ নিয়ে সোচ্চার হন তিনি।

তবে এই প্রথম নয়, বিগত কিছু সময় ধরেই বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারে বিরোধিতা করতে দেখা গিয়েছে ইন্দিরা গান্ধীর পৌত্রকে। কেন্দ্রের বিজেপি সরকারের অর্থ ও কৃষি নীতি নিয়ে বারবারই প্রকাশ্যেই সরব হয়েছে বিজেপি সাংসদ। বিজেপির সঙ্গে সম্পর্কে অবনতির কারণে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকে বরুণ ও তাঁর মা সাংসদ মানেকা গান্ধীর (Maneka Gandhi) নাম বাদ দিয়ে দিয়েছিল গেরুয়া শিবির। তারপরই ধীরে ধীরে চড়া হয় ফাটল। তবে অভিজ্ঞ মহলের মতে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেও এখনই দলত্যাগের মতো সাহসী সিদ্ধান্তের পথে হাঁটবেন না বরুণ।

আরও পড়ুন- সিবিআইয়ে অনাস্থা: দিলীপের মন্তব্যে ক্ষুব্ধ দিল্লি, সুকান্তদের কাছে রিপোর্ট চাইলেন শাহ-নাড্ডারা


Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version