Thursday, August 21, 2025

মরশুমের প্রথম ম‍্যাচে আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল

Date:

Share post:

মরশুমের প্রথম ম‍্যাচে আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল (Emami EastBengal)। ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম‍্যাচে ইন্ডিয়ান নেভির সঙ্গে গোলশূন‍্য ড্র করল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। পিন্টু মাহাত, ব্রিটোদের বিরুদ্ধে ড্র করেই খুশি থাকতে হল লাল-হলুদ ব্রিগেডকে। ম‍্যাচে এদিন কোনও বিদেশি ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিলেন কনস্ট্যান্টাইন ।

ম‍্যাচে এদিন বেশ কয়েকবার গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। বিশেষত ম্যাচের একেবারে শেষদিকে। তবে জালে বল ঠেলতে পারলেন না ভিপি সুহের, সুমিত পাসিরা। যার ফলে ১০,০০০ লাল-হলুদ সমর্থককে হতাশ হয়েই ফিরতে হল। এদিকে খেলার বয়স তখন মাত্র আট মিনিট তার মধ্যেই চোট পেয়ে বাইরে চলে যেতে হয় ইমামি ইস্টবেঙ্গলের স্ট্রাইকার নাওরেম মহেশ সিংকে। তবে তাঁর জায়গায় তুহিন দাস বেশ ভাল ফুটবল খেললেন। যদিও একজন স্ট্রাইকার থাকার সুবিধা থেকে বঞ্চিত হল ইমামি ইস্টবেঙ্গল। বেঞ্চে মাত্র ছয় ফুটবলার। যাদের মধ্যে পাঁচজনকেই পরিবর্ত হিসেবে ব্যবহার করেন স্টিফেন।

ম‍্যাচে এদিন বারবার সেটপস ব্যবহারের ক্ষেত্রে দক্ষতার অভাব চোখে পড়ছিল। সাধারণ ভাবে স্টিফেন কনস্ট্যানটাইন সেট পিসের ব্যবহার করেন দারুণভাবে। সেই জন্যই স্টিফেনের উপর প্রত্যাশা ছিল অনেক বেশি ছিল। তবে বারবার সুযোগ পেয়েও গোল করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল। অ্যালেক্স লিমা বা সৌভিক চক্রবর্তী আসার পরেও সেটপিস থেকে গোল করতে পারেননি। প্রথম ম্যাচেই লাল-হলুদে স্ট্রাইকারের অভাব বোঝা গিয়েছে। পাসি এর আগে জাতীয় দল বা জামশেদপুরের হয়েও গোল নষ্ট করেছেন। ইমামি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচেও তাঁকে দেখে হতাশ সমর্থকরা।

আরও পড়ুন:একদিনের সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...