Friday, May 23, 2025

ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে কলকাতায় ১সেপ্টেম্বর রঙিন মিছিল হবে: মমতা

Date:

Share post:

এ বার দুর্গাপুজো অন্য বারের চেয়ে আরও বেশি রঙিন হবে। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, এ বারের পুজোয় স্পেশাল আয়োজন হবে। কারণ, এ বার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির পর প্রথমবার পুজো বিপুল আয়োজন করা হচ্ছে। সেই কারণেই এই আয়োজন। তিনি জানান, ১ সেপ্টেম্বর কলকাতায় হবে এক বিশাল মিছিল। সেখানেই এ বারের উৎসবের সূচনা করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ওই দিন বেলা ২টোর সময় থেকে মিছিল শুরু হবে জোড়াসাঁকোতে। ঠাকুরবাড়ির সামনে মিছিলের জন্য সাধারণ মানুষ, পুজো উদ্যোক্তা ও পড়ুয়ারা জড়ো হবেন। সেখান থেকে মিছিল শুরু হবে। মিছিল যাবে রানি রাসমণি রোড পর্যন্ত। এই মিছিলে অংশ নেবেন হাওড়া, সল্টলেক ও কলকাতার মানুষেরা। মমতা আরও বলেন, এই মিছিলটি ঐতিহাসিক মিছিল হিসাবে গণ্য করতে হবে। রানি রাসমণির এলাকা তিনি দেখতে যাবেন বলে জানান।

মমতা বলেন, ১ সেপ্টেম্বর মিছিল হবে রাজ্য জুড়ে। এ বারের মিছিল অনেক রঙিন করতে হবে। যাতে রঙ থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। সবাই রঙ রাখবেন, রঙিন ছাতা, রঙিন জামাকাপড় পড়ে আসবেন।ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে দুপুর ২টো থেকে কালারফুল মিছিল হবে বলে জানান মমতা।
কলকাতার মতো জেলাতেও মিছিল করতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। মিছিলে যোগ দেওয়ার জন্য স্কুলের ১০ হাজার পড়ুয়াকে আমন্ত্রণ জানানো হবে। ৮ অক্টোবর কলকাতায় পুজো কার্নিভাল হবে। মমতা বলেন, পাড়ায় পাড়ায় কে কত আলো, শঙ্খধ্বনি, উলুধ্বনি দেবে, তার প্রতিযোগিতা হবে। যে মিছিল করব, সেদিন ইউনেস্কোকে ধন্যবাদ জানাব। তিনি জানান, আগে থেকে সবাইকে তৈরি থাকতে হবে। অনেক বিদেশিরা আসবে। ২১, ২২, ২৩ একটা বড় টিম আসবে।

 

 

spot_img

Related articles

হাত হারানো ইমতিয়াজ থেকে পা খোয়ানো রাফিয়া: রাজৌরিতে খোঁজ নিলেন তৃণমূল প্রতিনিধিরা

বৃহস্পতিবার গিয়েছিলেন পুঞ্চের হামলার শিকার এলাকাগুলিতে। আর শুক্রবার রাজৌরির (Rajouri) জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে তৃণমূল...

OMR পার্থক্য থাকা প্রার্থীরা অযোগ্য: সুপ্রিম কোর্টে খারিজ আর্জি 

এসএসসির পরীক্ষার্থীদের মধ্যে যাদের ওএমআর শিটে অসঙ্গতি (মিসম্যাচ) (mismatch) আছে অর্থাত্‍ যাদের ওএমআর-র (OMR) নম্বরের সঙ্গে এসএসসির (SSC)...

ঘরে ফেরা: দেশবাসাকে ধন্যবাদ পূর্ণমের, আনন্দে বিহ্বল স্ত্রী-আবেগে ভাসলেন মা

অবশেষে বাড়ি ফিরলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ। রিষড়ায় পৌঁছতেই তাঁকে নিয়ে সারা এলাকা হুড খোলা গাড়িতে ঘোরানো...

আর পাবেন না মাইসোর পাক, মোতি পাক! বদলে গেল মিষ্টি

পহেলগামে পাক জঙ্গি হামলার পরে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তান বিরোধী বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের তরফ থেকে নেওয়া হয়েছে।...