Sunday, May 18, 2025

গেট খুলতে দেরি, নিরাপত্তারক্ষীকে কুৎসিত মন্তব্য করে ‘শ্রীঘরে’ মহিলা আইনজীবী

Date:

আবাসনের গেট খুলতে সামান্য দেরি। আর তাতেই রেগে লাল পেশায় আইনজীবী (Lawyer) এক মহিলা। নাম ভব্যা রাই (Bhabya Rai)। নয়ডার সেক্টর ১২৬-এর জেপি উইশটন সোসাইটির (Jaypee Wishtown society) বাসিন্দা। সম্প্রতি ভব্যা রাইয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কিছুক্ষণ আবাসনের গেটের সামনে গাড়িতে অপেক্ষা করতে হয় আইনজীবীকে। আর তাতেই বেজায় চটে যান মহিলা। এরপরই ‘মহিলাদের সম্মান করতে শেখ’ বলে আবাসনের নিরাপত্তারক্ষীর (Security Guard) উপর চড়াও হয়ে আঙুল উচিয়ে শাসানি দিতে দেখা যায় তাঁকে। পুরুষদের নিশানা করে কুৎসিত ভাষায় চলে গালাগালিও। কলার ধরে হুমকি দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিজাত আবাসনের ওই ভিডিও প্রকাশ্যে আসার পর অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে মহিলাকে আদালতে পেশ করা হলে তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (Judicial Custody) নির্দেশ দেওয়া হয়।
আবাসনের গেট খুলতে দেরী হওয়ার খেসারতের এমন কুৎসিত পরিণাম দেখে চমকে উঠেছেন সকলেই। অভিযোগ, মদ্যপ অবস্থায় নিরপত্তারক্ষীদের উপর চড়াও হন ওই মহিলা। নিরাপত্তারক্ষী করণ চৌধুরী (Karan Chaudhury) সাংবাদিকদের বলেন, গেট খুলতে কিছুটা সময় লেগেছিল। ম্যাডাম বাইরে অপেক্ষা করছিলেন। দোষের মধ্যে আর কিছুই ছিল না। গেট খুলতে দেরি হওয়ার কারণেই তিনি চিৎকার ও গালিগালাজ করতে শুরু করেন।
নয়ডার আবাসনের সেক্রেটারি জানিয়েছেন, ভব্যা রাই নামে ওই মহিলা আইনজীবী গত তিন-চার মাস ধরে আবাসনের একটি ফ্ল্যাটে ভাড়া ছিলেন। ঘটনার পর ফ্ল্যাট মালিকের সঙ্গে যোগাযোগ করেছে আবাসন কর্তৃপক্ষ। ধৃতের বিরুদ্ধে সম্প্রীতি নষ্ট, মারধর, জন সাধারণের শান্তিভঙ্গের মতো একাধিক অভিযোগের ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Related articles

পারিবারিক বিবাদের জেরে উস্তিতে যুবক খুন, এক মহিলা-সহ আটক ৫

দক্ষিণ ২৪ পরগনার উস্তি (Usti, South 24 Parganas) থানার অন্তর্গত উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায় জমিজমা দিয়ে...

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন 'বিরাট' (Virat Kohli) ভক্তরা।...

মহাকাশের স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ ISRO, উৎক্ষেপনের পরেই বাতিল অভিযান!

রবিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণায় (ISRO) নতুন পালক জুড়ে যাওয়ার কথা ছিল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের...

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...
Exit mobile version