Monday, August 25, 2025

গেট খুলতে দেরি, নিরাপত্তারক্ষীকে কুৎসিত মন্তব্য করে ‘শ্রীঘরে’ মহিলা আইনজীবী

Date:

আবাসনের গেট খুলতে সামান্য দেরি। আর তাতেই রেগে লাল পেশায় আইনজীবী (Lawyer) এক মহিলা। নাম ভব্যা রাই (Bhabya Rai)। নয়ডার সেক্টর ১২৬-এর জেপি উইশটন সোসাইটির (Jaypee Wishtown society) বাসিন্দা। সম্প্রতি ভব্যা রাইয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কিছুক্ষণ আবাসনের গেটের সামনে গাড়িতে অপেক্ষা করতে হয় আইনজীবীকে। আর তাতেই বেজায় চটে যান মহিলা। এরপরই ‘মহিলাদের সম্মান করতে শেখ’ বলে আবাসনের নিরাপত্তারক্ষীর (Security Guard) উপর চড়াও হয়ে আঙুল উচিয়ে শাসানি দিতে দেখা যায় তাঁকে। পুরুষদের নিশানা করে কুৎসিত ভাষায় চলে গালাগালিও। কলার ধরে হুমকি দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিজাত আবাসনের ওই ভিডিও প্রকাশ্যে আসার পর অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে মহিলাকে আদালতে পেশ করা হলে তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (Judicial Custody) নির্দেশ দেওয়া হয়।
আবাসনের গেট খুলতে দেরী হওয়ার খেসারতের এমন কুৎসিত পরিণাম দেখে চমকে উঠেছেন সকলেই। অভিযোগ, মদ্যপ অবস্থায় নিরপত্তারক্ষীদের উপর চড়াও হন ওই মহিলা। নিরাপত্তারক্ষী করণ চৌধুরী (Karan Chaudhury) সাংবাদিকদের বলেন, গেট খুলতে কিছুটা সময় লেগেছিল। ম্যাডাম বাইরে অপেক্ষা করছিলেন। দোষের মধ্যে আর কিছুই ছিল না। গেট খুলতে দেরি হওয়ার কারণেই তিনি চিৎকার ও গালিগালাজ করতে শুরু করেন।
নয়ডার আবাসনের সেক্রেটারি জানিয়েছেন, ভব্যা রাই নামে ওই মহিলা আইনজীবী গত তিন-চার মাস ধরে আবাসনের একটি ফ্ল্যাটে ভাড়া ছিলেন। ঘটনার পর ফ্ল্যাট মালিকের সঙ্গে যোগাযোগ করেছে আবাসন কর্তৃপক্ষ। ধৃতের বিরুদ্ধে সম্প্রীতি নষ্ট, মারধর, জন সাধারণের শান্তিভঙ্গের মতো একাধিক অভিযোগের ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version