Monday, August 25, 2025

অমিত শাহের জুতো হাতে বিজেপি রাজ্য সভাপতি, তেলেঙ্গানার ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

Date:

হাতে করে স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহের (Amit Shah) জুতো এগিয়ে দিচ্ছেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি (Telengana BJP President) বান্দি সঞ্জয় কুমার (Bandi Sanjay Kumar)। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media)। সেকেন্দ্রাবাদের (Secunderabad) উজ্জয়িনী মহাকালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অমিত শাহ। মন্দিরের বাইরে খুলে রাখা ছিল জুতো। মন্দির থেকে বেরনোর পর স্বরাষ্ট্রমন্ত্রীর জোড়া জুতো তেলেঙ্গানার বিজেপি সভাপতি হাতে করে নিয়ে এলেন অমিত শাহের পায়ের কাছে। ঘটনার পরই একের পর এক তীব্র নিন্দা ধেয়ে আসে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি তেলেঙ্গানার বিজেপি সভাপতি তথা রাজ্যের গেরুয়া শিবিরকে একহাত নেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির একাধিক নেতা।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বান্দি সঞ্জয় কুমার জুতো হাতে তুলে অমিত শাহের পায়ের কাছে রাখলেন। উল্লেখ্য সামনেই তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন (Telengana Assembly Election)। তার আগে অমিত শাহের সফর ছিল বেশ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি এক বিশেষ বিমানে তেলেঙ্গানা সফরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেস নেতা রাজাগোপাল রেড্ডির (Rajagopal Reddy) বিজেপিতে যোগদান অনুষ্ঠানের জন্য সেখানে যান অমিত শাহ। তারপরই সেকেন্দ্রাবাদের ওই মন্দিরে পুজো দিতে যান শাহ। ভাইরাল ভিডিওটি রিটুইট করেছেন রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কেসিআরের ছেলে কেটি রামা রাও (KT Rama Rao)। তিনি বিজেপি সভাপতিকে ‘গুজরাটের দাস’ বলে সম্বোধন করেন। পাশাপাশি রাজ্যের বিজেপি নেতা নিজের এবং রাজ্যের আত্মসম্মান জলাঞ্জলী দিয়েছেন বলে মন্তব্য করেন কেটি রামা রাও।

অন্যদিকে টিআরএস নেতা ওয়াই সতীশ রেড্ডি (Satish Reddy) ঘটনাটিকে ‘গুলামগিরির শ্রেষ্ঠ উদাহরণ’ বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন গুজরাতি নেতাকে জুতে এগিয়ে দেওয়া কি তেলাঙ্গানার আত্মমর্যাদার প্রতিফলন? তবে অমিত শাহের জুতো এগিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হলেও এই বিষয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।


 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version