Monday, November 17, 2025

দু-চারটে আসনে হারলে ভোটে গা জোয়ারি নয়: সাংগঠনিক জেলার বৈঠকে কড়া বার্তা অভিষেকের

Date:

বারবারই দলের স্বচ্ছ্ব ভাবমূর্তির উপর জোর দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। বিভিন্ন সাংগঠনিক জেলার বৈঠকে সেই বার্তাই দিচ্ছেন তিনি। মঙ্গলবার, তমলুক -কাঁথি দুটি সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক করেন অভিষেক। আর সেখানে কড়া বার্তা দেন তিনি। বলেন, দু-চারটে আসনে হারলেও পেশি শক্তি দিয়ে ভোট করা যাবে না। বৈঠকে ছিলেন সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra), অখিল গিরি (Akhil Giri), সুপ্রকাশ গিরি (Suprakash Giri)-সহ এই দু জায়গার তৃণমূল নেতৃত্ব। ছিলেন পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবিও। নন্দীগ্রাম আন্দোলনে তাঁকে বলা হয় ‘শহিদের মা’। সেই কারণে তিনিও ছিলেন এদিনের বৈঠকে। তিনি স্পষ্ট জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করতে হবে। এলাকায় সবার কাছে প্রকল্পের সুবিধা পৌঁছছে কি না সে বিষয়ে খোঁজ রাখতে হবে। স্থানীয় মানুষের কাছে গিয়ে সুবিধা-অসুবিধার কথা জানতে হবে।

আরও পড়ুন- ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভে তৃণমূল  

সামনেই পঞ্চায়েত নির্বাচন। কিন্তু পাখির চোখ লোকসভা। সেই কারণেই দলের স্বচ্ছ্ব ভাবমূর্তি বজায় রাখতে চাইছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সব বৈঠকেই দলীয় নেতৃত্বকে দুর্নীতি থেকে দূরে থাকার বার্তা দেন তিনি। আগেই বলেছিলেন অভিষেক- “হয় তৃণমূল করুন, না হয় কন্ট্রাক্টরি। তৃণমূল করে খাওয়ার জায়গা নয়”। তবে, মঙ্গলবারের বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, কাঁথি-সহ পূর্ব মেদিনীপুর এক সময় শুভেন্দুর গড় বলে পরিচিত ছিল। তৃণমূলের থেকে সপরিবারে সব সুবিধা নেওয়ার পরে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যান শুভেন্দু অধিকারী। আর তারপরেই কাঁথিতে শুভেন্দুর বাড়ির বুথেই হেরেছে বিজেপি। সেই অঞ্চলের সাংগঠনিক জেলার জন্য অভিষেক কী বার্তা দেন তার দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। সেখানে দাঁড়িয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের নির্দেশ দেন অভিষেক। তিনি স্পষ্ট জানান, কোনও ভাবেই পেশি শক্তিকে কাজে লাগিয়ে নির্বাচনে লড়া যাবে না। অভিষেক বলেন, গণতান্ত্রিক পরিবেশে লড়াই হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান এলাকায় প্রচার করতে হবে। দলের ভাবমূর্তি স্বচ্ছ্ব রাখার ক্ষেত্রে বিশেষ জোর দেন অভিষেক।


Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version