কয়লা পাচার মামলায় (Coal Smuggling) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরা দিলেন আইপিএস (IPS) কোর্টেশ্বর রাও (Koteswara Rao)। কয়লা পাচার কাণ্ডে রাজ্যে আট আইপিএস আধিকারিককে দিল্লিতে (Delhi) ইডির সদর দফতরে তলব করা হয়। মঙ্গলবার, ইডি-র আধিকারিকদের মুখোমুখি হন কোটেশ্বর রাও।

ইডির সূত্রে খবর, কোটেশ্বর যখন আসানসোল জোনের দায়িত্বে ছিলেন, সেই সময় কয়লা মাফিয়া অনুপ মাজি (Arup Maji) ওরফে লালার ঘর থেকে তল্লাশি অভিযানের পর বেশকিছু নথি মেলে। সেখান থেকেই কোটেশ্বর রাও-এর নাম পাওয়া যায় বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকরী সংস্থার। তিনি কয়লা পাচারের কোনও তথ্য পেয়েছিলেন কি না, যদি সময়ে পেয়ে থাকেন, তাহলে একজন আইপিএস আধিকারিক হওয়া সত্বেও তিনি কী আইনি পদক্ষেপ করেন? কোনও প্রভাবশালী ব্যক্তি তাঁকে আইনি প্রক্রিয়ায় বাধা দেন? ইডি সূত্রে খবর, এই সব প্রশ্নেরই উত্তর জানতে চাইছেন আধিকারিকরা ৷

কয়লা পাচার কাণ্ডে রাজ্যের মোট আটজন আইপিএস আধিকারিককে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়। তালিকায় রয়েছেন, কোটেশ্বর রাও, এস সেলভামুরগান, রাজীব মিশ্র, সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিং, শ্যাম সিং, তথাগত বসু-সহ মোট আট আইপিএস ৷
