Friday, November 14, 2025

”সাস ভি কভি বহু থি…”, স্মৃতির সিরিয়ালকে উসকে দিয়ে দিলীপকে কটাক্ষ কুণালের!

Date:

ফের রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ। এবং নিজস্ব স্টাইলে কুণাল দিলীপের উদ্দেশ্যে বললেন, ”সাস ভি কভি বহু থি, দিলীপদা ভি কভি প্রেসিডেন্ট থা”! “সাস ভি কভি বহু থি” দিলীপ ঘোষের দলেরই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির একটি বিখ্যাত সিরিয়াল। কথার মার প্যাঁচে সেই স্মৃতি উসকে দিয়েই বঙ্গ বিজেপির অন্দরে যে
নতুন সিরিয়াল চলছে, তা তুলে ধরেন কুণাল।

রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির ছিলেন না দিলীপ ঘোষ। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে শুধু গেরুয়া শিবিরের অন্দরে নয়, জল্পনা চলছে বাংলার রাজনৈতিক মহলে। বিরোধী রাজনৈতিক দল তো দূরের কথা, দিলীপকে খোঁচা মারতে ছাড়েননি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “আসলে যে সান্তনা পুরষ্কারের কথা বলছেন দিলীপদা, তা তৃণমূলকে বলছেন না। উনি বলছেন নিজের দলের লোকদের। কলকাতার মানুষকে অপমান করে চলেছেন। কলকাতার মানুষ সচেতন। কলকাতা রাজ্যের প্রাণকেন্দ্র। সেখানে অপমান করা। মানুষ বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। মানুষ সেই কারণেই বিজেপিকে হারিয়েছে। খোলা চ্যালেঞ্জ দিলাম। বিজেপিকে জামানত জব্দ করে দেখাব।”

এখানেই শেষ নয়। কুণালের দিলীপ ঘোষকে মানসিক রোগীও বলেন। তাঁর কথায়, “দিলীপ ঘোষ মানসিক অবসাদে ভুগছেন৷ তাঁর কোনও অধিকার নেই কলকাতার মানুষকে অপমান করার। শুনলাম ওনাকে তো মিটিংয়ে ঢুকতেই দেয়নি ওনার দলের নেতারাই। সাস ভি কভি বহু থি, দিলীপদা ভি কাভি প্রেসিডেন্ট থা। আপনি চ্যালেঞ্জ নিন৷ কলকাতার বুকে ভোটে দাঁড়িয়ে দেখান। প্রার্থী হন। দেখিয়ে দেব ভোটে৷”

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, প্রাথমিক শিক্ষা বিভাগের নয়া অ্যাডহক কমিটি গঠন


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version