Saturday, August 23, 2025

জেলে থাকলে করতে হবে না লেখাপড়া, বন্ধুর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত দশম শ্রেণির ছাত্রর

Date:

Share post:

ছোটবেলায় অনেকেরই মন থাকে না লেখাপড়ায়। পড়া ফাঁকি দেওয়ার জন্য একাধিক উপায় খুঁজতে থাকে পড়ুয়ারা (Student)। কিন্তু পড়তে না চেয়ে কাউকে মেরে জেলে (Jail) যাওয়ার পরিকল্পনার ঘটনা রীতিমতো বিরল। সম্প্রতি এমন ঘটনায় বিস্মিত সারা দেশ। জেলে গেলে করতে হবে না লেখাপড়া। এমন খবর কানে আসতেই নজিরবিহীন সিদ্ধান্ত নিল এক পড়ুয়া। লেখাপড়া ও স্কুলে যাওয়ার হাত থেকে মুক্তি পেতে এক বন্ধুকে শ্বাসরোধ করে মারার অভিযোগ উঠল দশম শ্রেণীর এক পড়ুয়ার বিরুদ্ধে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের মাসুরি (Mussoorie) থানার অন্তর্গত নানকাগড়ি গ্রামে। বন্ধুকে মারার পর অভিযুক্ত দশম শ্রেণীর পড়ুয়া গার্ডেন এনক্লেভ থানায় (Garden Enclave Police Station) গিয়ে নিজের সমস্ত দোষ স্বীকারও করে নেয় বলে পুলিশ সূত্রে খবর। পুলিশকে ওই পড়ুয়া অনুরোধ করে যাতে তাকে দ্রুত গ্রেফতার (Arrest) করে জেলে পাঠানো হয়। চলে কাকুতি-মিনতির (Request) পালা। তবে প্রথমে পুলিশ পড়ুয়ার কথা বিশ্বাস না করলেও পরে ঘটনাস্থলে গিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদের (Interrogation) সময় অভিযুক্ত পড়ুয়া জানায়, তাদের দুজনের বাড়ি কাছাকাছি। একসঙ্গে তারা খেলাধুলাও করত। তবে পড়ুয়ার অভিযোগ, সে লেখাপড়ায় দুর্বল ছিল, আর সেই কারণেই পরিবারের লোকজন তাকে বকাবকি করত এবং লেখাপড়ার জন্য অত্যাধিক চাপ দিত। এরপরই সে জানতে পারে জেলে থাকলে নাকি লেখাপড়া করতে হয় না। এরপরই লেখাপড়া থেকে মুক্তির জন্য জেলে যাওয়ার ফন্দি আঁটতে থাকে পড়ুয়া। যেভাবেই হোক মুক্তি চাই লেখাপড়া থেকে। এরপরই অষ্টম শ্রেণীর বন্ধুকে মারার পরিকল্পনা করে অভিযুক্ত। দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের (Delhi Meerut Expressway) নীচে এক জায়গায় অষ্টম বন্ধুকে শ্বাসরোধ করে মারার অভিযোগ ওঠে। বর্তমানে পুলিশ পড়ুয়াকে শিশু সংশোধনাগারে (Children’s Correctional Home) পাঠিয়েছে বলে খবর।

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...