Wednesday, November 12, 2025

‘আমি জজ সাহেবকে বলব, চিঠি যারা দিয়েছে, তাদের সিবিআই তদন্ত হোক’,আদালতে পেশের আগে বললেন অনুব্রত

Date:

CBI হেফাজত শেষ। আজ, বুধবার ফের আসানসোলের বিশেষ আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। এদিন সকাল ৭টা ৪০ মিনিটে নিজাম প্যালেস থেকে আসানসোল আদালতের উদ্দেশ্যে অনুব্রতকে নিয়ে রওনা হন সিবিআই আধিকারিকরা। বুধবার নিজাম প্যালেস থেকে অনুব্রতকে বের করার সময় সাংবাদিককের ‘হুমকি চিঠির’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা বিজেপির চক্রান্ত। আমি জজ সাহেবকে বলব, চিঠি যারা দিয়েছে, তাদের সিবিআই তদন্ত হোক।’

আরও পড়ুন:সিবিআই নিয়ে বিরূপ মন্তব্যে অস্বস্তিতে দল, দিলীপকে সতর্ক করলেন নাড্ডা

প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে তথ্য জোগাড় করতে দিনরাত এক করে ফেলেছে সিবিআই আধিকারিকরা। গত কয়েকদিন ধরেই বোলপুরে একাধিক রাইসমিল  থেকে জমির রেজিস্ট্রি দফতরে হানা দেয় সিবিআই। যদিও গরুপাচারের সঙ্গে অনুব্রতর কোনও সরাসরি যোগাযোগের তথ্য এখনও পাননি সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রের দাবি,তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। তাই তাঁকে জেল হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে,অনুব্রতর নানাবিধ অসুস্থতার কথা বলে তাঁর জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবী।

গরুপাচার মামলায় ধৃত অনুব্রতকে আদালতে তোলার একদিন আগে হুমকি চিঠি পান আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক। অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে, পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় চিঠিতে। ২০ অগাস্ট পাঠানো এই চিঠিতে প্রেরক হিসেবে সই রয়েছে বাপ্পা চট্টোপাধ্যায় নামে একজনের। তবে যাঁর নামে এই চিঠি দেওয়া হয়েছে, তাঁর দাবি, এ বিষয়ে বিন্দুবিসর্গ জানেন না তিনি। এমনকি এই ঘটনার তদন্তের দাবি করেছেন তিনি। এদিকে বিচারকের হুমকি চিঠি পাওয়ার বিষয়টি সামনে আসার পর গরুপাচার মামলার তদন্ত বাংলার বাইরে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানায় বিজেপি।  এই প্রশ্নে আজ নিজাম প্যালেস থেকে অনুব্রতকে বের করার সময় তিনি বলেন, “এটা নিয়ম আছে নাকি? বললেই হয়ে যাবে?”


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version