আদানি এন্টারপ্রাইজ এনডিটিভি কিনছে। জানা গিয়েছে, ওই সংস্থার ২৯.১৮ শতাংশ শেয়ার কিনছে। আরও ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য তারা অফার দিয়েছে। প্রতি শেয়ারের দাম ২৯৪ টাকা। এর জন্য তারা ৪৯৫ কোটি টাকা অফার করেছে। আদানি গ্রুপের অধীনস্থ সংস্থা এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড মঙ্গলবার এই ঘোষণা করেছে।
আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ১১৪ কোটি টাকায় তারা ভিসিপিএল(বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড) কিনে নিয়েছে। এই ভিসিপিএল আবার এএমএলএনের অধীনে। আদানি গ্রুপের এএমজি মিডিয়া নেটওয়ার্কের তরফে জানানো হয়েছে, ভিসিপিএলের হাতে থাকা সব শেয়ার তারা কিনেছে। আর ভিসিপিএলের হাতেই রয়েছে এনডিটিভির শেয়ারের একটি বড় অংশ।
যদিও এনডিটিভির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থার শেয়ার বিক্রির যে খবর রটেছে তা ভিত্তিহীন। এনিয়ে রাধিকা রায় ও প্রণয় রায়ের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। সংস্থার কোনও শেয়ার বিক্রি হচ্ছে না। মালিকানায় কোনও বদল হচ্ছে না। কোম্পানির ৬০ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে রাধিকা ও প্রণয়ের হাতে। তা তাদের হাতেই থাকবে।
সহজভাবে বলতে গেলে, ভিসিপিএল বলেছে যে এটি “RRPR হোল্ডিং প্রাইভেট লিমিটেডের ৯৯.৫ শতাংশ ইক্যুইটি শেয়ার” অধিগ্রহণ করার অধিকার প্রয়োগ করেছে। আরআরপিআর হোল্ডিং হল এনডিটিভির একটি প্রোমোটার সংস্থা। যা মিডিয়া গ্রুপে ২৯.১৮ শতাংশ শেয়ার ধরে রেখেছে।
আর এইভাবে আদানি গ্রুপ ভিসিপিএলের মাধ্যমে এনডিটিভিতে পরোক্ষভাবে ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে।