Monday, August 25, 2025

বাস-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আহত ৩০: আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন বাস যাত্রী। বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) পাঁচলায়। ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।

এদিন একটি বেসরকারি বাস করুণাময়ী থেকে রানিহাটি আমতা রাজ্য সড়ক ধরে মুচিঘাটা যাচ্ছিল৷ পাঁচলার ধুলার বাঁধে কাছে আসতেই উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ বাসের সামনের অংশটি দুমড়ে যায়৷ তীব্র ধাক্কায় আসন থেকে ছিটকে পড়ে যান যাত্রীরা৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর৷

দুর্ঘটনার (Accident) খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ৷ স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠানো হয়৷ গুরুতর জখমদের নিয়ে আসা হয় কলকাতায়। বেশ কয়েকজনকে হাওড়া ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়

আরও পড়ুন- কলকাতার বিলাসবহুল রিসর্টে চলতি মাসেই বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির, আসছে কেন্দ্রীয় নেতৃত্ব

ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করার ঘোষণা করেন তিনি।


 

 

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version