Friday, May 23, 2025

জাতিসংঘের আমন্ত্রণে যোগ দেওয়ার সবুজ সংকেত পেলেন বাংলাদেশের পুলিশ প্রধান বেনজীর

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে প্রশ্ন তুলে আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মরত বেশ কিছু অফিসারের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার মধ্যেই ছিলেন দেশটির বর্তমান পুলিশ প্রধান ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সেই সময়কার প্রধান বেনজীর আহমেদ। অবশেষে শর্তসাপেক্ষে সেই নিষেধাজ্ঞা উঠেছে। এরপরই নিউ ইয়র্কে জাতিসংঘের আমন্ত্রণে সেখানে যাচ্ছেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ। তাঁকে ভিসা দিয়েছে আমেরিকা। তবে জুড়ে দেওয়া হয়েছে নানা শর্ত।

পুলিশ প্রধানের বিরুদ্ধে যে সকল শর্ত দেওয়া হয়েছে তার হল, জাতিসংঘের সফরে গিয়ে নিউ ইয়র্কের বাইরে যেতে পারবেন না বেনজীর।  আবার নিউ ইয়র্ক সিটিতেও তাঁর কর্মকাণ্ড সীমিত থাকবে। বেনজীর জাতিসংঘ সম্মেলন ছাড়া সামাজিক, রাষ্ট্রীয় বা সরকারি-বেসরকারি কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। শর্ত ভঙ্গের সঙ্গে সঙ্গে তাঁর ভিসা বাতিল হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের পুলিশ সামিট। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদসের‌্য প্রতিনিধি দল বাংলাদেশের হয়ে অংশ নেবে। দলে আইজিপি ছাড়া অন্য সদস্যরা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম। পাঁচ জনের সফর নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকলেও আইজিপির সফর নিয়ে অনিশ্চয়তা ছিল এই কারণে যে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে র‌্যাব এবং এর সাত কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

বেনজীর আগে র‌্যাবেই ছিলেন। বাহিনীটির সাবেক প্রধান হিসেবে তিনি নিষেধাজ্ঞায় পড়েন। বেনজীরের এই সফর নিশ্চিত করার পাশাপাশি র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারেও দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ জন্য নিয়োগ করা হয়েছে লবিস্ট। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত যে বক্তব্য এসেছে, সেটি হলো, নিষেধাজ্ঞা তুলে নেওয়া একটি আইনি প্রক্রিয়া।

spot_img

Related articles

টোকিওতে অবহেলায় রাসবিহারীর সমাধি! দুঃখিত অভিষেক, ভারতীয় দূতাবাসের দৃষ্টি আকর্ষণ

পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের সাংসদের প্রতিনিধিদল। রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

রাস্তা আটকে কর্মসূচি নয়, চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে সরে যাওয়ার নির্দেশ আদালতের

বিকাশ ভবনের সামনের রাস্তায় বসে কোনও কর্মসূচি করা যাবে না। এসএসসির (School Service Commission) চাকরিহারাদের নির্দেশ দিল কলকাতা...

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশ.ঙ্কা!

নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর...