Friday, December 19, 2025

জাতিসংঘের আমন্ত্রণে যোগ দেওয়ার সবুজ সংকেত পেলেন বাংলাদেশের পুলিশ প্রধান বেনজীর

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে প্রশ্ন তুলে আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মরত বেশ কিছু অফিসারের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার মধ্যেই ছিলেন দেশটির বর্তমান পুলিশ প্রধান ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সেই সময়কার প্রধান বেনজীর আহমেদ। অবশেষে শর্তসাপেক্ষে সেই নিষেধাজ্ঞা উঠেছে। এরপরই নিউ ইয়র্কে জাতিসংঘের আমন্ত্রণে সেখানে যাচ্ছেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ। তাঁকে ভিসা দিয়েছে আমেরিকা। তবে জুড়ে দেওয়া হয়েছে নানা শর্ত।

পুলিশ প্রধানের বিরুদ্ধে যে সকল শর্ত দেওয়া হয়েছে তার হল, জাতিসংঘের সফরে গিয়ে নিউ ইয়র্কের বাইরে যেতে পারবেন না বেনজীর।  আবার নিউ ইয়র্ক সিটিতেও তাঁর কর্মকাণ্ড সীমিত থাকবে। বেনজীর জাতিসংঘ সম্মেলন ছাড়া সামাজিক, রাষ্ট্রীয় বা সরকারি-বেসরকারি কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। শর্ত ভঙ্গের সঙ্গে সঙ্গে তাঁর ভিসা বাতিল হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের পুলিশ সামিট। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদসের‌্য প্রতিনিধি দল বাংলাদেশের হয়ে অংশ নেবে। দলে আইজিপি ছাড়া অন্য সদস্যরা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম। পাঁচ জনের সফর নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকলেও আইজিপির সফর নিয়ে অনিশ্চয়তা ছিল এই কারণে যে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে র‌্যাব এবং এর সাত কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

বেনজীর আগে র‌্যাবেই ছিলেন। বাহিনীটির সাবেক প্রধান হিসেবে তিনি নিষেধাজ্ঞায় পড়েন। বেনজীরের এই সফর নিশ্চিত করার পাশাপাশি র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারেও দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ জন্য নিয়োগ করা হয়েছে লবিস্ট। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত যে বক্তব্য এসেছে, সেটি হলো, নিষেধাজ্ঞা তুলে নেওয়া একটি আইনি প্রক্রিয়া।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...