Saturday, January 10, 2026

সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা, ‘আষাঢ়ে গল্প’ পাল্টা অরূপ

Date:

Share post:

শিক্ষা, খাদ্য দফতরের পর এবার রাজ্যের সমবায় ব্যাঙ্কে নিয়োগে উঠল দুর্নীতির অভিযোগ(Corruption)। এই দুর্নীতিতে নাম জড়াল রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের(Arup Roy)। হাইকোর্টে(HighCourt) দায়ের এক জনস্বার্থ মামলায় অভিযোগ তোলা হয়েছে, নিয়ম ভেঙে সমবায় মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দিয়েছেন। যদিও এই সকল অভিযোগকে ‘আষাঢ়ে গল্প’ ফুঁৎকারে উড়িয়েছেন মন্ত্রী অরূপ রায়(Arup Roy)।

তমলুক ও ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ২০২১ সালে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলাকারীর অভিযোগ, মোট ৫২ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও এখনও পর্যন্ত ১৩৪ জন নিযুক্ত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আর এই নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের জন্য দু – দফায় অনুমতি দিয়েছেন মন্ত্রী অরূপ রায়। শুধু তাই নয়, যারা নিযুক্ত হয়েছেন তাদের অনেকেই তৃণমূল ঘনিষ্ঠ বলে অভিযোগ তোলা হয়েছে। অরূপ রায় ঘনিষ্ট সত্য সামন্তের বোন চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এমনকী পূর্ব – মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো চাকরি পেয়েছেন বলে অভিযোগ। সেই ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির ভাইপোকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। ব্যাংকের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও ( বর্তমানে অবসরপ্রাপ্ত) প্রণয় কুমার চক্রবর্তীর ভাইপোও চাকরি পেয়েছেন বলে দাবি। আগামি সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মন্ত্রী অরূপ। তিনি জানান, “সংশ্লিষ্ট দপ্তরকে মামলার পার্টি করা হলে আদালতে আমাদের প্রতিক্রিয়া জানাব। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সম্পূর্ণ নিয়ম মেনে নিয়োগ হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পাশাপাশি এই দুর্নীতির অভিযোগকে পুরোপুরি আষাঢ়ে গল্প বলে অভিযোগ তুলে তিনি জানান, যদি কোনও দুর্নীতি হয়ে থাকে তবে তা বাম আমলে হয়েছে বলে অভিযোগ করেন অরূপ।

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...