Thursday, November 6, 2025

সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা, ‘আষাঢ়ে গল্প’ পাল্টা অরূপ

Date:

শিক্ষা, খাদ্য দফতরের পর এবার রাজ্যের সমবায় ব্যাঙ্কে নিয়োগে উঠল দুর্নীতির অভিযোগ(Corruption)। এই দুর্নীতিতে নাম জড়াল রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের(Arup Roy)। হাইকোর্টে(HighCourt) দায়ের এক জনস্বার্থ মামলায় অভিযোগ তোলা হয়েছে, নিয়ম ভেঙে সমবায় মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দিয়েছেন। যদিও এই সকল অভিযোগকে ‘আষাঢ়ে গল্প’ ফুঁৎকারে উড়িয়েছেন মন্ত্রী অরূপ রায়(Arup Roy)।

তমলুক ও ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ২০২১ সালে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলাকারীর অভিযোগ, মোট ৫২ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও এখনও পর্যন্ত ১৩৪ জন নিযুক্ত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আর এই নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের জন্য দু – দফায় অনুমতি দিয়েছেন মন্ত্রী অরূপ রায়। শুধু তাই নয়, যারা নিযুক্ত হয়েছেন তাদের অনেকেই তৃণমূল ঘনিষ্ঠ বলে অভিযোগ তোলা হয়েছে। অরূপ রায় ঘনিষ্ট সত্য সামন্তের বোন চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এমনকী পূর্ব – মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো চাকরি পেয়েছেন বলে অভিযোগ। সেই ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির ভাইপোকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। ব্যাংকের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও ( বর্তমানে অবসরপ্রাপ্ত) প্রণয় কুমার চক্রবর্তীর ভাইপোও চাকরি পেয়েছেন বলে দাবি। আগামি সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মন্ত্রী অরূপ। তিনি জানান, “সংশ্লিষ্ট দপ্তরকে মামলার পার্টি করা হলে আদালতে আমাদের প্রতিক্রিয়া জানাব। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সম্পূর্ণ নিয়ম মেনে নিয়োগ হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পাশাপাশি এই দুর্নীতির অভিযোগকে পুরোপুরি আষাঢ়ে গল্প বলে অভিযোগ তুলে তিনি জানান, যদি কোনও দুর্নীতি হয়ে থাকে তবে তা বাম আমলে হয়েছে বলে অভিযোগ করেন অরূপ।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version