ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৫৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৮,৮৩৩.৮৭ (⬆️ ০.১০%)

🔹নিফটি ১৭,৫৫৮.৯০ (⬆️ ০.২১%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে অবশেষে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। গত কয়েক দিন লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখালো বাজার। শুক্রবার কিছুটা ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ৫৯ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৩৬ পয়েন্ট।

শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। তবে মাঝে অনেকখানি নিচে নেমে আসে সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় ৫৯ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৫৯.১৫ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৮৩৩.৮৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ৩৬.৪৫ পয়েন্ট বা ০.২১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৫৫৮.৯০।

Previous articleEZCC-তে বিজেপির দুর্গাপুজোর বিপুল টাকার উৎস ফাঁস করলেন জয়প্রকাশ! জানলে চমকে উঠবেন
Next articleবাগদা সীমান্তে বর্বরোচিতকাণ্ড! শিশুকে ছুঁড়ে ফেলে মাকে গণধ*র্ষণ করল বিএসএফ