Tuesday, November 25, 2025

ডার্বির টিকিটের চাহিদা তুঙ্গে, অবরোধ সমর্থকদের

Date:

Share post:

ডুরান্ড কাপে কলকাতা ডার্বির টিকিটের চাহিদা তুঙ্গে। ম্যাচের একটা টিকিটের জন্য রীতিমতো হাহাকার ময়দানে। অতিমারির কারণে প্রায় তিন বছর কলকাতায় ডার্বি হয়নি। তাই কয়েক বছর পর ডার্বি ঘিরে ময়দানে উন্মাদনা চরমে। মোহনবাগান, ইস্টবেঙ্গল তাঁবুতে টিকিটের লম্বা লাইন। শুধু কলকাতা নয়, জেলা থেকেও শুক্রবার সকাল থেকে দুই প্রধানের সমর্থকরা ময়দানে ভিড় করেছিলেন। কাউন্টারে টিকিট শেষ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। তখনও কয়েক হাজার সমর্থক লাইনে দাঁড়িয়ে। মোহনবাগান মাঠের টিকিটের লাইন ছাড়িয়ে গিয়েছিল কাস্টমস মাঠ। ইস্টবেঙ্গলের লাইন পৌঁছে যায় বটতলা পর্যন্ত। বহুদিন পর এমন দৃশ্য দেখল ময়দান।

টিকিট না পেয়ে ক্ষোভ জমতে থাকে সমর্থকদের মধ্যে। সমর্থকদের অভিযোগ, মাত্র ১০০টা টিকিট দেওয়ার পরেই বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে থাকা হাজার হাজার সমর্থক। রাস্তা আটকে চলতে থাকে বিক্ষোভ। ইডেন গার্ডেন্সের সামনের রাস্তা আটকে চলে অবরোধ। দাড়িয়ে যায় যানবাহন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

সূত্রের খবর, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবের হাতেই ডুরান্ড কমিটির তরফে কম সংখ্যক টিকিট দেওয়া হয়েছে। মোট ৬০ হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যার মধ্যে অনলাইনেই অধিকাংশ টিকিট বিক্রি করা হয়েছে। বাকি টিকিট দুই বড় ক্লাবের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু চাহিদার তুলনায় তা খুবই কম। তাই টিকিটের হাহাকার শুরু হয়েছে।

আরও পড়ুন:দলের এই ক্রিকেটারকে ভয় পান ঋষভ, কার কথা বললেন পন্থ?

 

spot_img

Related articles

নিয়ম ভেঙে পরীক্ষা নিলে শো-কজ! সাসপেনশনও হতে পারে প্রধান শিক্ষকদের, কড়া নির্দেশ পর্ষদের 

এসআইআর সংক্রান্ত কাজের জন্য বহু স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে। ফলে ক্লাসরুমের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সময়মতো সিলেবাস শেষ করাও...

পড়ে গিয়ে পা ভাঙল কুণালের: মঙ্গলে অস্ত্রোপচার, চোট মাথাতেও

পড়ে গিয়ে ফের পা ভাঙল তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। সোমবার, সকালে বাথরুমে (Bathroom)...

জিতুর সঙ্গে সমস্যার জের, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া!

অনেক রটনা আর অনেক জল্পনার শেষে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল। মনে করা হচ্ছিল পারস্পারিক মনোমালিন্য আর তিক্ততার জেরে...

SIR-এর কাজে টপ-ব্যাক বিধানসভা: তালিকা তৈরি করে দিলেন অভিষেক

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের...