Friday, August 22, 2025

উরিতে খতম ৩ পাক জঙ্গি, অনুপ্রবেশের ভিডিও সামনে আনল ভারতীয় সেনা

Date:

অবৈধভাবে সীমান্ত (LOC) পেরিয়ে ভারতে ঢুকে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল ৩ পাক জঙ্গি। তবে পড়শি দেশের অনুপ্রবেশের সমস্ত ছক বানচাল করে দিল ভারতীয় সেনা (Indian Army)। ভারতীয় সেনার বিশেষ নজরদারি ক্যামেরায় (Special Surveillance Camera) ধরা পড়ে যায় জঙ্গিদের সীমান্ত পেরনোর দৃশ্য। আর তারপরই জওয়ানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। গুলির লড়াইয়ে খতম হয় ৩ জঙ্গি। আর রুদ্ধশ্বাস সেই মুহূর্তের ভিডিও (Video) সামনে আনল ভারতীয় সেনা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ দৃশ্যমানতা কম থাকার সুযোগে অবৈধভাবে উরি সংলগ্ন এলাকায় (Uri Sector) ঢোকার চেষ্টা করে ওই ৩ পাক জঙ্গি। কিন্তু প্রযুক্তিকে (Technology) কাজে লাগিয়ে তাদের গতিবিধি আঁচ করে জওয়ানরা (Jawan)। এরপরই গুলির লড়াইয়ে প্রাণ যায় পাক ৩ জঙ্গির।

মৃত পাক জঙ্গিদের থেকে ২টি একে ৪৭ রাইফেল, একটি চিনা এম ১৬ রাইফেল সহ একাধিক যুদ্ধসামগ্রী বাজেয়াপ্ত করেছে সেনা জওয়ানরা। এদিকে জঙ্গিদের খতম করার পর সাংবাদিক বৈঠক করেন সেনা কর্তারা। উচ্চপদস্থ আধিকারিকরা জানান, তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাদের মৃতদেহ এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তা বুঝতে ওই এলাকায় আপাতত তল্লাশি চালানো হচ্ছে। আমাদের ধারণা, ভারতে অনুপ্রবেশ করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল ওই জঙ্গিরা। তাদের শারীরিক গঠন দেখে মনে হচ্ছে, সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ নিয়েছে তারা।

শ্রীনগরের সেনার জনসংযোগ আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় ওত পেতে বসেছিলেন জওয়ানরা। জঙ্গিরা ভারত সীমান্তে পা দেওয়া মাত্রই তাদের আত্মসমর্পণ (Surrender) করতে বলা হয়। এর মধ্যেই আচমকা সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। কয়েক ঘণ্টা চলে গুলির লড়াই। তবে জঙ্গিরা যাতে কোনও অবস্থাতেই পাক অধিকৃত কাশ্মীরে ফিরতে না পারে তার জন্য পিছন থেকে তাদের ঘিরে ফেলে সেনা জওয়ানরা। শেষ পর্যন্ত পাল্টা গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৩ পাক জঙ্গির।

আরও পড়ুন:কলকাতা পুলিশের সাফল্য: চিকিৎসকের লক্ষ লক্ষ টাকা জালিয়াতি অনলাইনে, টাকা সহ পাকড়াও তিন অভিযুক্ত

 

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...
Exit mobile version