Thursday, November 13, 2025

‘গাইডলাইনস’ না মানার অভিযোগ, কলকাতা সহ দেশের ২১ বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা ইউজিসির

Date:

Share post:

কলকাতার দুটি শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো (Fake University) বলে ঘোষণা করলো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (University Grant Commission)। সম্প্রতি ইউজিসি একটি নির্দেশিকা (Guidelines) জারি করে সাফ জানিয়ে দিয়েছে, ওই সংস্থাগুলি পড়ুয়াদের কোনওরকম ডিগ্রি (Degree) দিতে পারবে না অর্থাৎ যে সমস্ত পড়ুয়ারা ওই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন তাঁদের কোনও ডিগ্রি গ্রাহ্য হবে না। দেশের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভবানীপুরের চৌরঙ্গীর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন (Indian Institute of Alternative Medicine) এবং বেহালার ঠাকুরপুকুরের ইন্সটিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (Institute of Alternative Medicine and Research)।

ইউজিসির অভিযোগ, এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির কোনও অনুমোদন (Approval) নেই। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসির কোনওরকম গাইডলাইনসও (Guidelines) মেনে চলে না। আচমকা এমন নির্দেশিকার জেরেই চরম অন্ধকারে ছাত্রছাত্রীদের (Students) ভবিষ্যৎ। সম্প্রতি একটি সার্ভেতে (Survey) একাধিক তথ্য হাতে আসার পর শুক্রবার কঠোর সিদ্ধান্তের পথে হাঁটলো ইউজিসি। কলকাতার পাশাপাশি তালিকায় নাম উঠে এসেছে দিল্লির ৮, উত্তরপ্রদেশের ৪, ওড়িশার ২, কর্নাটকের ১, কেরলের ১, মহারাষ্ট্রের ১, অন্ধ্রপ্রদেশের ১ এবং পুদুচেরির ১ বিশ্ববিদ্যালয়ের।

ইউজিসির আইন অনুযায়ী ২৩ নম্বর ধারায় বলা আছে, এই ধরণের অস্বীকৃত (Rejected) শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিজেদের নামের পাশে ‘বিশ্ববিদ্যালয়’ কথাটি লিখতে পারে না। পাশাপাশি ইউজিসি আরও স্পষ্ট করে জানিয়েছে, শুধু বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে ছাত্র-ছাত্রী বা তাঁদের অভিভাবকদের খোঁজখবর নিয়ে দেখা উচিত আদৌ ওই বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসি দ্বারা স্বীকৃত কি না। তারপরই বিশ্ববিদ্যালয় বাছুন।

spot_img

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...