Wednesday, December 17, 2025

‘গাইডলাইনস’ না মানার অভিযোগ, কলকাতা সহ দেশের ২১ বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা ইউজিসির

Date:

Share post:

কলকাতার দুটি শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো (Fake University) বলে ঘোষণা করলো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (University Grant Commission)। সম্প্রতি ইউজিসি একটি নির্দেশিকা (Guidelines) জারি করে সাফ জানিয়ে দিয়েছে, ওই সংস্থাগুলি পড়ুয়াদের কোনওরকম ডিগ্রি (Degree) দিতে পারবে না অর্থাৎ যে সমস্ত পড়ুয়ারা ওই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন তাঁদের কোনও ডিগ্রি গ্রাহ্য হবে না। দেশের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভবানীপুরের চৌরঙ্গীর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন (Indian Institute of Alternative Medicine) এবং বেহালার ঠাকুরপুকুরের ইন্সটিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (Institute of Alternative Medicine and Research)।

ইউজিসির অভিযোগ, এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির কোনও অনুমোদন (Approval) নেই। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসির কোনওরকম গাইডলাইনসও (Guidelines) মেনে চলে না। আচমকা এমন নির্দেশিকার জেরেই চরম অন্ধকারে ছাত্রছাত্রীদের (Students) ভবিষ্যৎ। সম্প্রতি একটি সার্ভেতে (Survey) একাধিক তথ্য হাতে আসার পর শুক্রবার কঠোর সিদ্ধান্তের পথে হাঁটলো ইউজিসি। কলকাতার পাশাপাশি তালিকায় নাম উঠে এসেছে দিল্লির ৮, উত্তরপ্রদেশের ৪, ওড়িশার ২, কর্নাটকের ১, কেরলের ১, মহারাষ্ট্রের ১, অন্ধ্রপ্রদেশের ১ এবং পুদুচেরির ১ বিশ্ববিদ্যালয়ের।

ইউজিসির আইন অনুযায়ী ২৩ নম্বর ধারায় বলা আছে, এই ধরণের অস্বীকৃত (Rejected) শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিজেদের নামের পাশে ‘বিশ্ববিদ্যালয়’ কথাটি লিখতে পারে না। পাশাপাশি ইউজিসি আরও স্পষ্ট করে জানিয়েছে, শুধু বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে ছাত্র-ছাত্রী বা তাঁদের অভিভাবকদের খোঁজখবর নিয়ে দেখা উচিত আদৌ ওই বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসি দ্বারা স্বীকৃত কি না। তারপরই বিশ্ববিদ্যালয় বাছুন।

spot_img

Related articles

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...