Saturday, November 15, 2025

রবিবার ভারত-পাক মহারণ, তার আগে শাহিনের চোটের খোঁজ নিলেন বিরাট-রাহুলরা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

রবিবার এশিয়া কাপে (Asia Cup) ভারত-পাকিস্তান (India-Pakistan) মহারণ। এই ম‍্যাচকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। মাঠে ভিতরে যতই লড়াই থাকুক না কেন মাঠের বাইরে দেখা গেল অন‍্য ছবি। হাসি-মজায় মাতলেন পাকিস্তানের শাহিন আফ্রিদির সঙ্গে যুজবেন্দ্র চ‍্যাহাল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কে এল রাহুলরা। সেই ভিডিও আবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

২৮ তারিখের মহারণের জন‍্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দেশ। বুধবার, টিম ইন্ডিয়া যখন প্রথম অনুশীলন সেশনে আইসিসি অ্যাকাডেমীতে পৌঁছেছিল, তখন পাকিস্তান দল অনুশীলন শেষ করে ফিরছিল। তখনই দেখা হয়ে যায় দুই দলের ক্রিকেটারদের। চোটের কারণে শাহিন আফ্রিদি এশিয়া কাপে না থাকলেও, দলের সঙ্গে আছেন তিনি। আর সেই কারণেই শাহিনের সঙ্গে দেখা হয় বিরাট-চ‍্যাহালদের।

এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে, শাহিন মাঠের সাইডে বসে ছিলেন। পায়ে সাপোর্ট লাগানো ছিল আফ্রিদির। সেই সময়ে যুজবেন্দ্র চ‍্যাহাল প্রথমে এসে তাঁর সঙ্গে দেখা করেন। এরপর শাহিন আফ্রিদির সঙ্গে দেখা করেন বিরাট কোহলি, ঋষভ পন্ত এবং কেএল রাহুলও। তাঁর চোট সম্পর্কে জানতে চান। উদ্বেগও প্রকাশ করেন কোহলি-রাহুলরা। আফ্রিদিকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে পন্ত এবং চ‍্যাহালকে।

এশিয়া কাপ থেকে চোটের জন্য ছিটকে গেলেও, শাহিন পাকিস্তান দলের সঙ্গেই রয়েছেন। সেইজন্য বিরাটের সঙ্গে তাঁর দেখা হয়ে গেল। এর আগে অবশ্য পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গেও বিরাটের দেখা হওয়ার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ডান হাঁটুর লিগামেন্টে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন শাহিন।


আরও পড়ুন:বেজে গিয়েছে ডার্বির দামামা, দুই প্রধানে তুঙ্গে টিকিটের চাহিদা

 

 

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version