Thursday, August 28, 2025

দুই তৃণমূল নেতা গ্রেফতারের ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক মঞ্চে ফায়দা তুলতে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। ‘চোর’ বলে উত্যক্ত করা হচ্ছে সকল তৃণমূল নেতা কর্মীদের। এই ইস্যুতে আগেই সতর্ক করেছিলেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(Sougata Roy)। এবার দিলেন কড়া বার্তা। স্পষ্ট ভাষায় জানালেন, ‘আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকাছাড়া হতে হবে।’

শনিবার উত্তর ২৪ পরগনায় এক দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সেখানেই বিরোধীদের তরফে সকল তৃণমূল নেতৃত্বের এভাবে ‘চরিত্র হনন’ প্রসঙ্গে কড়া বার্তা দেন সৌগত। কড়া ভাষায় জানান, “সিপিএম, বিজেপি, কংগ্রেস আপনারা সব তৃণমূলকে চোর ধরো, জেল ভরো বলবেন না। তৃণমূলের সবাই চোর বলবেন না। আমাদের দলের ৯৮% সৎ, ২% যদি কোনও সমস্যা থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেব। তাই তৃণমূল মানেই চোর এভাবে বলে বিরোধীরা আমাদের উত্যক্ত করলে তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না। আমরা একবার রুখে দাঁড়ালে ওদের এলাকা ছেড়ে দিতে হবে।”

শুধু তাই নয়, আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে তিনি বলেন, “বিরোধীদের কেউ একজন প্রমাণ করুক সৌগত রায় কারও থেকে টাকা নিয়েছে, কোথাও সম্পত্তি রয়েছে। তাহলে রাজনীতি ছেড়ে দেব। ফালতু অভিযোগ শুনতে রাজি নই। যাদের চিনি না, তাঁরা আমাদের দিকে অভিযোগ তুলবে, সেটা ভালো লাগে না। তৃণমূলের লোকেরা ফুঁসছে, তাই বিরোধীরা নিজেদের নিয়ন্ত্রণ না করলে কপালে দুঃখ আছে।”

উল্লেখ্য, দুই তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় বিজেপির তরফে শুরু করা হয়েছে ‘চোর ধরো জেল ভরো’ অভিযান। শুধু তাই নয়, ‘চরিত্র হনন’ করা হচ্ছে সকল তৃণমূল নেতৃত্বের। ‘চোর’ বলে আক্রমণ করা হচ্ছে সব তৃণমূল নেতৃত্বকে। বিরোধীদের সেই মন্তব্যের বিরুদ্ধেই এবার ফুঁসে উঠলেন সৌগত।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version