Monday, November 17, 2025

বিজেপির ‘চোর’ মন্তব্যে পাল্টা এবার কড়া বার্তা সৌগতর

Date:

দুই তৃণমূল নেতা গ্রেফতারের ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক মঞ্চে ফায়দা তুলতে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। ‘চোর’ বলে উত্যক্ত করা হচ্ছে সকল তৃণমূল নেতা কর্মীদের। এই ইস্যুতে আগেই সতর্ক করেছিলেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(Sougata Roy)। এবার দিলেন কড়া বার্তা। স্পষ্ট ভাষায় জানালেন, ‘আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকাছাড়া হতে হবে।’

শনিবার উত্তর ২৪ পরগনায় এক দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সেখানেই বিরোধীদের তরফে সকল তৃণমূল নেতৃত্বের এভাবে ‘চরিত্র হনন’ প্রসঙ্গে কড়া বার্তা দেন সৌগত। কড়া ভাষায় জানান, “সিপিএম, বিজেপি, কংগ্রেস আপনারা সব তৃণমূলকে চোর ধরো, জেল ভরো বলবেন না। তৃণমূলের সবাই চোর বলবেন না। আমাদের দলের ৯৮% সৎ, ২% যদি কোনও সমস্যা থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেব। তাই তৃণমূল মানেই চোর এভাবে বলে বিরোধীরা আমাদের উত্যক্ত করলে তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না। আমরা একবার রুখে দাঁড়ালে ওদের এলাকা ছেড়ে দিতে হবে।”

শুধু তাই নয়, আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে তিনি বলেন, “বিরোধীদের কেউ একজন প্রমাণ করুক সৌগত রায় কারও থেকে টাকা নিয়েছে, কোথাও সম্পত্তি রয়েছে। তাহলে রাজনীতি ছেড়ে দেব। ফালতু অভিযোগ শুনতে রাজি নই। যাদের চিনি না, তাঁরা আমাদের দিকে অভিযোগ তুলবে, সেটা ভালো লাগে না। তৃণমূলের লোকেরা ফুঁসছে, তাই বিরোধীরা নিজেদের নিয়ন্ত্রণ না করলে কপালে দুঃখ আছে।”

উল্লেখ্য, দুই তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় বিজেপির তরফে শুরু করা হয়েছে ‘চোর ধরো জেল ভরো’ অভিযান। শুধু তাই নয়, ‘চরিত্র হনন’ করা হচ্ছে সকল তৃণমূল নেতৃত্বের। ‘চোর’ বলে আক্রমণ করা হচ্ছে সব তৃণমূল নেতৃত্বকে। বিরোধীদের সেই মন্তব্যের বিরুদ্ধেই এবার ফুঁসে উঠলেন সৌগত।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version