Wednesday, May 14, 2025

দুই তৃণমূল নেতা গ্রেফতারের ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক মঞ্চে ফায়দা তুলতে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। ‘চোর’ বলে উত্যক্ত করা হচ্ছে সকল তৃণমূল নেতা কর্মীদের। এই ইস্যুতে আগেই সতর্ক করেছিলেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(Sougata Roy)। এবার দিলেন কড়া বার্তা। স্পষ্ট ভাষায় জানালেন, ‘আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকাছাড়া হতে হবে।’

শনিবার উত্তর ২৪ পরগনায় এক দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সেখানেই বিরোধীদের তরফে সকল তৃণমূল নেতৃত্বের এভাবে ‘চরিত্র হনন’ প্রসঙ্গে কড়া বার্তা দেন সৌগত। কড়া ভাষায় জানান, “সিপিএম, বিজেপি, কংগ্রেস আপনারা সব তৃণমূলকে চোর ধরো, জেল ভরো বলবেন না। তৃণমূলের সবাই চোর বলবেন না। আমাদের দলের ৯৮% সৎ, ২% যদি কোনও সমস্যা থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেব। তাই তৃণমূল মানেই চোর এভাবে বলে বিরোধীরা আমাদের উত্যক্ত করলে তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না। আমরা একবার রুখে দাঁড়ালে ওদের এলাকা ছেড়ে দিতে হবে।”

শুধু তাই নয়, আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে তিনি বলেন, “বিরোধীদের কেউ একজন প্রমাণ করুক সৌগত রায় কারও থেকে টাকা নিয়েছে, কোথাও সম্পত্তি রয়েছে। তাহলে রাজনীতি ছেড়ে দেব। ফালতু অভিযোগ শুনতে রাজি নই। যাদের চিনি না, তাঁরা আমাদের দিকে অভিযোগ তুলবে, সেটা ভালো লাগে না। তৃণমূলের লোকেরা ফুঁসছে, তাই বিরোধীরা নিজেদের নিয়ন্ত্রণ না করলে কপালে দুঃখ আছে।”

উল্লেখ্য, দুই তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় বিজেপির তরফে শুরু করা হয়েছে ‘চোর ধরো জেল ভরো’ অভিযান। শুধু তাই নয়, ‘চরিত্র হনন’ করা হচ্ছে সকল তৃণমূল নেতৃত্বের। ‘চোর’ বলে আক্রমণ করা হচ্ছে সব তৃণমূল নেতৃত্বকে। বিরোধীদের সেই মন্তব্যের বিরুদ্ধেই এবার ফুঁসে উঠলেন সৌগত।

Related articles

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি...

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...
Exit mobile version