দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ড্যাফোডিল ইন কর্পোরেটের এমডি রুদ্র সেন এবং গায়ক প্রবীর দাস আগামী ২৫ সেপ্টেম্বর (মহালয়া) কলকাতার মোহর কুঞ্জে একটি সুপার মিউজিক্যাল প্রোগ্রাম “জাগো দুর্গা” আয়োজন করছেন। প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সমিতির সমর্থিত এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন বাবুতাই ঘোষ।
২৭ আগস্ট কলকাতা প্রেসক্লাবে এই অনুষ্ঠানের পোস্টার ‘জাগো দুর্গা’ প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিষ কুমার, বিশিষ্ট গায়ক সৈকত মিত্র, ঝুমকি সেন এবং প্রবীর দাস, ইভেন্ট ম্যানেজার বাবুতাই ঘোষ এবং রুদ্র সেন সহ অনেক বিশিষ্টরা।
