Saturday, November 15, 2025

দেশবাসীর উদ্দেশে ‘মন কি বাত’ অনুষ্ঠানে ফের একবার অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি ‘মন কি বাত’-এর ৯২ তম পর্ব।এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ চলবে আগামী বছরের অগাস্ট মাস পর্যন্ত।  দেশের জন্য, মুক্তিযোদ্ধাদের যে সংগ্রাম, যে প্রয়াস সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেও এদিন জোরালো সওয়াল করেন প্রধান মন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে চলতি মাসে আমাদের সারা দেশে, প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে অমৃত মহোৎসবের অমৃত ধারা বইছে। এত বড় দেশ, এত বৈচিত্র্য, কিন্তু যখন তেরঙ্গা উত্তোলনের কথা আসে, তখন সবাই একই চেতনায়, একই আবেগে আল্পুত হন।

তিনি বলেন, আমাদের বীর সেনারা পর্বতের চূড়ায়, দেশের সীমান্তে, সমুদ্রের মাঝখানে তেরঙ্গা উত্তোলন করেছেন। দেশের এই শক্তি আমরা পরিচ্ছন্নতা অভিযান ও টিকাদান অভিযানেও দেখা গিয়েছে। অমৃত মহোৎসবে আমরা আবার সেই একই দেশপ্রেমের আবেগে ভেসে গিয়েছি”।

এর পাশাপাশি মোদি বলেন সারা দেশে অমৃত সরোবর করার কাজ চলছে দ্রুত গতিতে”।  প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে অমৃত মহোৎসবের রঙ শুধু ভারতেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও দেখা যাচ্ছে।আগামী সেপ্টেম্বরে শুরু হওয়া পুষ্টি সচেতনতা প্রচারে সকলের অংশগ্রহণ করা উচিত। এই অভিযানের আওতায় দেশ থেকে অপুষ্টি দূরীকরণে ব্যাপক কাজ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের সকলকে আগামী মাসে অপুষ্টি দূর করার প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রকল্প সমগ্র প্রকল্পের লক্ষ্য অপুষ্টির বিরুদ্ধে লড়াই করা। এর অধীনে, দেশের ৯০ শতাংশেরও বেশি শিশুর অপুষ্টি দূর হয়েছে। অপুষ্টির বিষয়ে সচেতনতা বাড়াতে একটি প্রচার চালানো হচ্ছে । অসমে একটি আকর্ষণীয় প্রকল্প সামনে আনা হয়েছে, এর অধীনে অপুষ্টির বিরুদ্ধে লড়াই অভিযান জোরদার করা হয়েছে।

তিনি বলেন, আমি আপনাদের সকলকে, বিশেষ করে আমার তরুণ বন্ধুদের অনুরোধ করছি, অমৃত সরোবর অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং জল সংরক্ষণ ও জল সংরক্ষণের এই প্রচেষ্টাকে পূর্ণ শক্তি দিন, এগিয়ে নিয়ে যান আপনার দেশকে।

Related articles

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...
Exit mobile version