মরশুমের প্রথম ডার্বি, ম‍্যাচ শেষে কী বললেন দু’দলের কোচ থেকে কর্তারা?

লাল-হলুদের ফুটবলার সুমিত পাসির আত্মঘাতী গোলে জয় ছিনিয়ে নিল জুয়ান ফেরান্দোর দল।

মরশুমের প্রথম ডার্বির রং সবুজ মেরুন। ডুরান্ড কাপে ইমামি ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগান। লাল-হলুদের ফুটবলার সুমিত পাসির আত্মঘাতী গোলে জয় ছিনিয়ে নিল জুয়ান ফেরান্দোর দল। আর এই জয়ের ফলে মরশুমের প্রথম ডার্বিতে হারের মুখ দেখল লাল-হলুদ ব্রিগেড।

হাতে খুব অল্প সময়ের নিয়ে দল নিয়ে নেমেছেন স্টিফেন কনস্ট‍্যান্টাইন। যেটুকু সময় পেয়েছেন দল নিয়ে এক শতাংশ দেওয়ার কথা বলেছিলেন। মাঠে সেইমত দল সাজিয়েছিলেন লাল-হলুদের হেডস‍্যার। কিন্তু ৯০ মিনিট যেতে দলের যে আরও উন্নত হতে বলে মনে করছেন লাল-হলুদ কোচ। এদিন বিপক্ষ দলকে সম্মান দিয়ে বলেন,” ওরা ভালো দল। আজ মোহনবাগান ভালো খেলেছে। আমি খুব অল্প সময় পেয়েছি দল নিয়ে শুরু করতে। টানা ম‍্যাচ খেলেছি। ফুটবলারদের চোট লাগেনি এটাই ভালো।”

মরশুমের প্রথম ডার্বি জয়ের পাশাপাশি মরশুমের প্রথম জয়। এই জয় নিয়ে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন, “গোটা দল আজ ভালো পারফরম্যান্স করেছে। আমি ছেলেদের খেলায় খুশি। তবে এই জয় এখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন দিন। নতুনভাবে শুরু করব। এই জয়টা দরকার ছিল।”

এদিকে দল হারলেও দলের খেলায় খুশি লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, আমরা খুব অল্প সময় পেয়েছি। তবুও এই ম‍্যাচটা গুরুত্বপূর্ণ। আমরা কোচের ওপর ভরসা রাখছি। এই দল ঘুরে দাঁড়াবে।”

এদিকে টানা ছয় ম‍্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছসিত বাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন,” ছয় ছক্কা। ছ’টা ম‍্যাচ পরপর জিতল। কলকাতায় আবার ডার্বি হল। আর সেই ম‍্যাচ আমরা জিতলাম এটাই অনেক আনন্দের।”

আরও পড়ুন:ডার্বির রং সবুজ মেরুন, মরশুমের প্রথম ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগান