TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে ২৯ অগাস্ট কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে TMCP-র সমাবেশ। দলীয় সূত্রে খবর, মঞ্চ থেকে কড়া বার্তা দেবেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। রবিবার সন্ধে সাতটা নাগাদ অনুষ্ঠানস্থলে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেন অভিষেক। সঙ্গে ছিলেন টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ছিলেন জয়া দত্ত, স্বাক্ষর-সহ অন্যান্য যুব নেতারা। উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। মঞ্চ তৈরিটির কাজ যাঁরা করছেন, তাঁদের সঙ্গেও কথা বলেন অভিষেক।

সোমবার ছাত্রছাত্রীরা রেকর্ড সংখ্যায় জমায়েত করবেন বলে আশাবাদী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবছর তৃণমূল ছাত্র পরিষদ ২৪ বছরে পা দিল। সেই উপলক্ষে এবারের স্লোগান, চব্বিশে লক্ষ্য চব্বিশ। অর্থাৎ, ওদিন থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য ঝাঁপাবে তৃণমূলের তরুণ ব্রিগেড।

আরও পড়ুন- বাগদার পটলক্ষেতে এসে ক্ষমা চান: অমিত শাহকে তীব্র আক্রমণ তৃণমূলের


 

 

Previous articleIND vs PAK, Asia Cup: প্রথমে ব্যাট করে ১৪৭ রানে অল আউট পাকিস্তান, ভারতের টার্গেট ১৪৮
Next articleমরশুমের প্রথম ডার্বি, ম‍্যাচ শেষে কী বললেন দু’দলের কোচ থেকে কর্তারা?