Wednesday, December 24, 2025

গলা কেটে দেবে, তাও কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলব: অভিষেক

Date:

Share post:

TMCP-র সমাবেশ থেকে যা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…

  • ২০২২ এর একুশ জুলাই রেকর্ড গড়েছিল আজ আবার সেই রেকর্ড। যতদূর চোখ যাচ্ছে শিক্ষার প্রগতি, মানুষের ভালোবাসা
  • ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, মমতার সঙ্গে লড়ার আগে ছাত্র পরিষদ ও যুবর সঙ্গে লড়াইয়ে নামুন ১০ গোল দেব বাম-বিজেপি-সিপিএমকে।
  • ওরা বলছে তৃণমূল বেইমানি করেছে। তৃণমূল কি কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মীর ভান্ডার দিয়ে বেইমানি করেছে? আপনারা বলুন
  • বিজেপির অশ্বমেধের ঘোড়া, আর এই ঘোড়াকে যে আটকেছে তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়
  • বাংলায় লড়াই করতে এসে মুখ থুবড়ে পড়েছে। একজন মহিলার পা ভেঙেছে, তারপরও দেগঙ্গা থেকে দার্জিলিং ছুটেছেন। ২০০-র বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় এসেছে। বাংলার মানুষ ওদের হারিয়েছে বলে গায়ে এত জ্বালা।
  • আজ বিএসএফ শিশু কন্যার সামনে তাঁর মাকে ধর্ষণ করছে, এটাই মোদির নতুন ভারত।
  • কোলিয়াড়ি সিআইএসএফ, সীমান্তে বিএসএফ, তাহলে কী করে গরু চুরি? এর দায় কেন্দ্রের, স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি। এই টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে।
  • যারা আমাদের দেশপ্রেম শেখাচ্ছে, জাতীয়তাবাদ শেখাচ্ছে, তাঁর ছেলে বলছে দেশের জাতীয় পতাকা হাতে ধরব্ না। জাতীয়তাবাদের ধারক বাহক অমিত শাহ যদি নুন্যতম সম্মান থাকে ছেলেকে ত্যাজ্যপুত্র করুন, না হলে ইস্তফা দিন।
  • এঁদের থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে দেশপ্রেমের। বাংলার মাটি ছিল বলে আজ দেশ স্বাধীন।
  • অনেকে বলছে তৃণমূলকে শেষ করবে। তৃণমূল হল কাটবি যত বাড়বে তত।
  • আমরা জীবন দিতে প্রস্তুত প্রাণ দিতে প্রস্তুত, মমতার সংগ্রাম দেখে বড় হয়েছি, সুভাষ চন্দ্র, রবীন্দ্রনাথকে পড়ে বড় হয়েছি।
  • আমি অন্য ধাতুতে তৈরি, মানুষের সামনে মাথা নত করব, দিল্লির জল্লাদদের কাছে নয়।
  • বিজেপি তোমরা চাও না মাংলার মানুষ ঘর পাক, ১০০ দিনের কাজ হোক, রাস্তা তৈরি হোক। তাই টাকা আটকে এত গর্ব
  • আমি বলছি বেইমান, গদ্দার শুভেন্দু অধিকারী। ওরা আমার নাম নিতে পারে না। তুমি বল, ‘তোলাবাজ অভিষেক’। সোজা হাইকোর্টে নিয়ে যাব।
  • আমি নাম নিয়ে বলছি, সুকান্ত-শুভেন্দু গদ্দার, দিলীপ গুণ্ডা, এরা চায় বাংলাকে অশান্ত করতে। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা কর।
  • ২১ জুলাইয়ের পর ২২ জুলাই ইডি পার্থর বাড়ি, আজ এত বড় সমাবেশ, আশঙ্কা ৪-৫ দিনের মধ্যে বড় কিছু হবে। আসলে রাজনৈতিকভাবে লড়তে পারে না এরা
  • সংবাদমাধ্যমের সাহস নেই ওদের বিরুদ্ধে কিছু বলার কারণ ইডি-সিবিআই লাগিয়ে দেবে ওদের বিরুদ্ধে।
    পরিবারতন্ত্রের কথা বলছেন? রেলের প্ল্যার্টফর্মে কুড়িয়ে পেয়েছিলেন জয় শাহকে? পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিল আনুন প্রথম ভোট দেব আমি। কোনওদিন ব্যাট বল ধরেনি অথচ বিসিসিআইয়ের পদে। ওকে বের করে দাও।
  • গলা কেটে দেবে, তাও কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলব।
  • ধর্ম পালন নিজের মতো করে করব, কিন্তু যখন মানুষের ভোটে জিতব তখন মানব ধর্মই আমার প্রধান ধর্ম ।
  • তৃণমূলের ছাত্র যুবদের বলছি সময় করে ছুটির দিন দেখে পাড়ায় পাড়ায় ঘুরুন, যারা সমস্যায় আছে তাঁদের সহায়তা করুন। এটাই তৃণমূল।
  • বিজেপিকে বলব, ১ মাসের মধ্যে এর ১০ ভাবের ১ ভাগ লোক জড়ো করে সভা করো, তারপর কথা বলতে আসবে।

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...