এশিয়া কাপে ভারত -পাক ম্যাচে টানটান উত্তেজনার সময় হার্দিক পান্ডিয়ার ছক্কায় জয় ছিনিয়ে নেয় ভারত। আর তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়ামে থাকা ভারতীয়রা। জাতীয় পতাকা নিয়ে উদ্দাম উল্লাসে মেতে ওঠে সকলেই। ক্লাব হাউজে বসে ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে জয় শাহ। দেখা যায়, সেই সময়ে তাঁর দিকে একজন ভারতের পতাকা এগিয়ে দেন। কিন্তু মাথা নাড়িয়ে জয় বুঝিয়ে দেন, না তিনি পতাকা হাতে নেবেন না। সোমবার সেই মুহূর্ত পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত-পুত্রকে ‘উড়নচণ্ডী রাজপুত্র’ বলে কটাক্ষ করেন তিনি।

The PRODIGAL PRINCE KNOWS NOT OF NATIONAL PRIDE. @JayShah not wanting to hold the national flag is symptomatic of the larger hypocrisy of the ruling dispensation.
They indulge in THEATRICS, lack values.
Excel in JUMLAS, lack PATRIOTISM. pic.twitter.com/MCtDzPDYYM— Abhishek Banerjee (@abhishekaitc) August 29, 2022
আরও পড়ুন:ছাত্র সমাবেশে ছাত্রভোটের দামামা বাজাবেন নেত্রী? মমতার ভাষণের দিকে তাকিয়ে বিরোধীরাও

অমিত শাহর ছেলের এই দৃশ্য রবিবার রাত থেকেই ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। সোমবার একটি ট্যুইটে অভিষেক লেখেন, “অমিতব্যয়ী যুবরাজ জানেন না জাতীয় গর্ব কাকে বলে। জয় শাহ যে ভারতের জাতীয় পতাকা হাতে নিতে চাইলেন না তা আসলে বিক্ষিপ্ত ঘটনা নয়। তা বর্তমান শাসক দলের বৃহত্তর ভণ্ডামিরই প্রতীক। ওরা নাটুকেপনায় পটু, মূল্যবোধ বলে কিছু নেই। জুমলাতে দক্ষ কিন্তু জাতীয়বাদের প্রশ্নে অগভীর!”
