Thursday, November 6, 2025

সৎ বাবার লালসার শিকার নাবালিকা মেয়ে, গ্রেফতার অভিযুক্ত

Date:

রীতিমত হুমকি দিয়ে লাগাতার নাবালিকা মেয়েকে ধর্ষণ। এই অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করল পুলিশ। কালনা থানায় অভিযোগের ভিত্তিতে পকসো ধারায় ধর্ষণের মামলা রুজু করে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতকে রবিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন:শুভেন্দুর শহরে সমবায় ব্যাঙ্কের নির্বাচনেও জয়জয়কার তৃণমূলের

পুলিশ সূত্রের খবর, কালনার বাগনাপাড়া এলাকায় পনেরো বছরের ওই নাবালিকাকে তার মায়ের অনুপস্থিতিতে  প্রাণের হুমকি দিয়ে ধর্ষণ করত সৎ বাবা। গত শুক্রবার ঘটনাটি জানাজানি হতেই শনিবার নাবালিকার মা কালনা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি মুর্শিদাবাদে।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির মুর্শিদাবাদের বাড়িতে আগের পক্ষের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। সে বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজের জন্য যেত। অন্যদিকে এই নাবালিকার মা-ও কলকাতার বড়বাজারে মাঝেমধ্যেই কাজে যেতেন। এই যাতায়াতের সূ্ত্র ধরে গত তিন বছর আগে ওই ব্যক্তির সঙ্গে নাবালিকার মায়ের একটি সম্পর্ক তৈরি হয় । সম্পর্কের গভীরতা বাড়তেই নাবালিকার মাকে বিয়ের প্রস্তাব দেয় ওই ব্যক্তি। আগের পক্ষের স্বামীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বলে জানান ওই নাবালিকার মা।

ধৃতের সঙ্গে গত ছ’মাস আগে থেকে কালনা থানার বাগদাপাড়া এলাকায় একটি ঘরভাড়া করে নাবালিকা মেয়েকে নিয়ে থাকতে শুরু করে। তারপর থেকেই সৎ বাবার লালসার শিকার হয় নাবালিকা। কিন্তু ঘটনা সামনে আসতেই মেয়ের পাশে দাঁড়ায় মা। এরপর সৎ বাবার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন। তারপরই পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version